গিটার নিয়ে টোটো চালকের গান ‘‌শহরের উষ্ণতম দিনে’‌, হৃদয় দিয়ে ভালবাসছেন নেটিজেনরা

Last Updated:

সেই পেজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই মানুষটির নাম আমিনুল ইসলাম রাজু। বাংলাদেশের খুলনার বাসিন্দা।

‘‌ভাই আমাকে একটা গিটার দেওয়া যাবে? অনেক দিন হলো বাজানো হয় না।" এরপর তিনি গিটার বাজিয়ে ৩টি গান গাইলেন, তার মধ্যে একটি 'তোমায় দিলাম (শহরের উষ্ণতম দিনে)'।’‌ ফেসবুকে মহিনের ঘোড়াগুলি নামে একটি পেজ থেকে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একজন টোটোর সামনের আসনে, মানে চালকের আসনে বসে একটি গিটার বাজিয়ে গান করছেন। সেই পেজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই মানুষটির নাম আমিনুল ইসলাম রাজু। বাংলাদেশের খুলনার বাসিন্দা। খুলনার একটি কলেজে গনিতে স্নাতক পড়েছেন তিনি। এখন তিনি পেশায় এখন একজন ব্যাটারিচালিত অটোচালক (ইজিবাইক)। তাঁর কণ্ঠেই শোনা যাচ্ছে বিখ্যাত গান, শহরের উষ্ণতম দিনে। বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে যা এক মাইলস্টোন। মহিনের ঘোড়াগুলি ব্যান্ডের এই গানটি এককথায় বাংলা সঙ্গীতের ইতিহাসে উল্লেখ্যযোগ্য অধ্যায় হয়ে আছে। আর সেই গানই গিটারের সুরে তুলে ধরেছেন রাজু।
পেজেই লেখা হয়েছে, ‘‌আগে কেউ জিজ্ঞেস করলে সে (‌রাজু)‌ বলতো, 'আমি একজন মিউজিশিয়ান'। কিন্তু এখন কেউ জিজ্ঞেস করলে বলেন 'অটোওয়ালা'। জীবনের তাগিদে অন্য এক জীবিকা বেছে নিয়েছেন তিনি। রাজু ভাইয়ের মতন দেশের আনাচে-কানাচে ছড়িয়ে আছে এমন 'মিউজিশিয়ান'। শ্রদ্ধা ও ভালোবাসা।’‌ সত্যিই তাই, পেশার তাগিদে মানুষকে এমন অনেক কঠিন সময়ের মুখে পড়তে হয়, যখন শখ পূরণের আর কোনও উপায় থাকে না। কে বলতে পারে, রাজুর ক্ষেত্রেও হয়ত তেমনই ঘটেছিল। তাই তিনি গিটার ছেড়ে দু’‌হাতে তুলে নিয়েছিলেন টোটোর হ্যান্ডেল। তবে এই মেধা তো আর চাপা থাকে না। তাই আজ গিটার হাতে পড়তেই তিনি সুর করে গেয়ে উঠলেন গান। মনে পড়ে গেল সেই কলেজ জীবনের কথা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
গিটার নিয়ে টোটো চালকের গান ‘‌শহরের উষ্ণতম দিনে’‌, হৃদয় দিয়ে ভালবাসছেন নেটিজেনরা
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement