Milan Kundera Passes Away : প্রয়াত মিলান কুন্দেরা, ইতিহাস হয়ে রইল চেক লেখকের আখ্যানভঙ্গি, ৯৪-এ জীবনাবসান পাঠকমনের জাদুকরের

Last Updated:

Milan Kundera Passes Away : প্রচারবিমুখ এই সাহিত্যিক মনে করতেন, লেখকদের সাক্ষাৎকার দিতে নেই। তাঁদের কথা প্রস্ফুটিত হবে তাঁদেরই কলমে। মিলান কুন্দেরা তাঁর আখ্যানের ভাষা, ভঙ্গি দিয়ে পাঠকমন নিয়ে খেলা করতে ভালবাসতেন।

প্রয়াত লেখক মিলান কুন্দেরা
প্রয়াত লেখক মিলান কুন্দেরা
প্যারিস: প্রয়াত বিশ্বখ্যাত লেখক মিলান কুন্দেরা। ‘দ্য আনবিয়ারেবল লাইটনেস অফ বিইয়িং’-এর লেখক গতকাল, মঙ্গলবার প্যারিসে শেষ নিশ্বাস ত্যাগ করেন। চেক ও ফরাসি ভাষায় মূলত লিখেছেন মিলান কুন্দেরা। তাঁর লেখা চল্লিশের বেশি ভাষায় অনূদিত হয়েছে সারা পৃথিবীতে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন মিলান কুন্দেরা।
বিংশ শতাব্দীর অন্যতম কালজয়ী লেখক ১৯২৯ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন চেকস্লাভাকিয়ার ব্রানোতে। কিন্তু ১৯৭৫ সালে ফ্রান্সে চলে যান তিনি। দেশের সরকারের সঙ্গে মতানৈক্যের জন্য তিনি দেশ ত্যাগ করেন। গত প্রায় চল্লিশ বছর ধরে তিনি ফ্রান্সে বাস করছেন। একাধিকবার নোবেল পুরস্কারের জন্য তালিকায় নাম উঠলেও কখনও এই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হয়নি। তা নিয়ে লেখকের অনুরাগীদের মনে অভিমান জমা হয়েছে দীর্ঘদিন ধরে।
advertisement
advertisement
প্রচারবিমুখ এই সাহিত্যিক মনে করতেন, লেখকদের সাক্ষাৎকার দিতে নেই। তাঁদের কথা প্রস্ফুটিত হবে তাঁদেরই কলমে। মিলান কুন্দেরা তাঁর আখ্যানের ভাষা, ভঙ্গি দিয়ে পাঠকমন নিয়ে খেলা করতে ভালবাসতেন। পাঠক যেন বাধ্য হয়েই তাঁর গল্প বলার ধরনের সঙ্গে নিজের কল্পনাশক্তি দিয়ে নিরীক্ষণের পথে হাঁটতে শুরু করে। মিলান কুন্দেরা মনে করতেন, পাঠকের কল্পনাই লেখককে সম্পূর্ণ করে। লেখক লিখবেন, আখ্যান তৈরি করবেন, চরিত্রগুলিকে বুনবেন, কিন্তু বাকি কাজ কেবলই পাঠকের।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Milan Kundera Passes Away : প্রয়াত মিলান কুন্দেরা, ইতিহাস হয়ে রইল চেক লেখকের আখ্যানভঙ্গি, ৯৪-এ জীবনাবসান পাঠকমনের জাদুকরের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement