Israel Iran Tension: যুদ্ধবিমান মোতায়েন আমেরিকার, ইজরায়েলে হামলা চালাবে ইরান? ভারতীয়দের জন্য জারি সতর্কবার্তা

Last Updated:

মধ্যপ্রাচ্যে ইরানের হুঁশিয়ারী ও মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরী ও ফাইটার জেট পাঠানোর ঘোষণায় যুদ্ধ পরিস্থিতি আরও অবনতির দিকে পৌঁছেছে৷ এই অবস্থায় ইজরায়েলের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হল৷

ইরানের সম্ভাব্য আক্রমণ থেকে ইজরায়েলকে প্রতিহত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত অস্ত্র মোতায়েন
ইরানের সম্ভাব্য আক্রমণ থেকে ইজরায়েলকে প্রতিহত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত অস্ত্র মোতায়েন
ইজরায়েল: মধ্যপ্রাচ্যের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে৷ ইজরায়েল গাজা আক্রমণের পর থেকেই সেখানকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে৷ গত ১৩ জুলাই দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ইজরায়েলী বিমানহানায় মৃত্যু হয়েছে ইজরায়েল হামলার মূলচক্রী হামাস নেতা মহম্মদ ডেইফ৷
গত বৃহস্পতিবার, বিবৃতি জারি করে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই দাবি করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স (IDF)৷ এরপর ইজরায়েলের গোলান হাইটসে হামলা চালায়, হিজবুল্লাহ৷ তারপরই দক্ষিণ বেইরুটে হিজবুল্লাহর ঘাঁটিতে রকেট হামলা চালায় ইজরায়েলি সেনা। সেই হামলাতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইজরায়েল।
advertisement
advertisement
এই ঘটনার ফলশ্রুতিতে ইরান প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর থেকেই পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে৷ এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও বেশি যুদ্ধজাহাজ ও ফাইটার জেট পাঠানোর ঘোষণা করে৷ সম্ভাব্য ইরানের আক্রমণ থেকে ইজরায়েলকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে দাবি করা হয়েছে৷
advertisement
মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে সেক্রেটরি লয়েড অস্টিন, ইউরোপ ও মধ্য প্রাচ্যে অতিরিক্ত ব্যালেস্টিক-সহ, সক্ষম ক্রুজার এবং ডেস্ট্রয়ারে মোতায়েনের আদেশ দিয়েছেন৷
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সম্ভাব্য আক্রমণকে প্রতিরোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বাহিনী ও অস্ত্র মোতায়েন করার ব্যাপারে নেতানিয়াহু ও বাইডেনের সঙ্গে ফোনে বেশ কিছুক্ষণ কথা হয়েছে৷ প্রসঙ্গত, এপ্রিল মাসে ইরানের ইসরায়েলের বিরুদ্ধে নিক্ষেপ করা বেশ কিছু মিসাইল ও ড্রোন সেখানে মোতায়েন করা মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিতে সক্ষম হয়৷
advertisement
মধ্যপ্রাচ্যে ইরানের হুঁশিয়ারী ও মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরী ও ফাইটার জেট পাঠানোর ঘোষণায় যুদ্ধ পরিস্থিতি আরও অবনতির দিকে পৌঁছেছে৷ এই অবস্থায় ইজরায়েলের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভ্রমণ এড়ানোর পরামর্শ এল৷
গত, শুক্রবার তেল আভিভের ভারতীয় দূতাবাস থেকে একটা উপদেশ জারি করা হল৷ সেখানে ক্রমবর্ধমান যুদ্ধের পরিস্থিতিতে সেখানকার ভারতীয়দের সমস্ত রকম সুরক্ষা প্রোটোকল এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে৷ নির্দেশিকায় জানানো হয়েছে, ‘‘সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Iran Tension: যুদ্ধবিমান মোতায়েন আমেরিকার, ইজরায়েলে হামলা চালাবে ইরান? ভারতীয়দের জন্য জারি সতর্কবার্তা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement