Thailand Cambodia Border Tension: থাই সেনার মৃত্যু, আকাশপথে হামলা! থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের চরম উত্তেজনা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মালি সোচিয়াতা পাল্টা দাবি করেছেন, সীমান্তবর্তী প্রিয়াহ ভিহিয়ার এবং ওড্ডার মিনচে প্রদেশে প্রথমে থাই সেনাই হামলা চালায়৷
দু দেশের সেনার মধ্যে নতুন করে সংঘর্ষের জেরে ফের উত্তেজনা ছড়াল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে৷ সংঘর্ষে একজন থাই সেনার মৃত্যুও হয়েছে৷ আহত হয়েছেন আরও কয়েকজন৷ পাল্টা আকাশপথে হামলা চালিয়েছে থাইল্যান্ডও৷ দুই দেশই পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে৷
থাই সেনার মুখপাত্র মেজর জেনারেল উইনথাই সুভারি জানিয়েছেন সোমবার ভোরে উবন রাতচাথানি প্রদেশে কম্বোডিয়ার সেনা থাই বাহিনীর উপরে গুলিবর্ষণ করতে শুরু করে৷ থাইল্যান্ডের ওই সেনা মুখপাত্রের দাবি, এই গুলিবর্ষণের ফলে তাঁদের একজন সেনার মৃত্যুর পাশাপাশি চার জন সেনা আহতও হয়েছেন৷
যদিও থাইল্যান্ডের এই অভিযোগ অস্বীকার করেছে কম্বোডিয়া৷ কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মালি সোচিয়াতা পাল্টা দাবি করেছেন, সীমান্তবর্তী প্রিয়াহ ভিহিয়ার এবং ওড্ডার মিনচে প্রদেশে প্রথমে থাই সেনাই হামলা চালায়৷
advertisement
advertisement
পরে অবশ্য আকাশপথে হামলা চালানোর কথা স্বীকার করে নেয় থাইল্যান্ড৷ থাইল্যান্ডের বায়ুসেনার মুখপাত্র দাবি করেন, সীমান্ত লাগোয়া এলাকায় কম্বোডিয়ার সামরিক কসরতের জবাব দিতেই এই হামলা চালানো হয়৷ থাই বায়ুসেনার অভিযোগ, কম্বোডিয়ার এই সামরিক কার্যকলাপে থাইল্যান্ডের জাতীয় সুরক্ষা এবং সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল৷
থাই সেনার দাবি, সীমান্ত লাগোয়া এলাকায় নতুন করে অস্ত্র মজুত করার পাশাপাশি নিজেদের বাহিনীকে আক্রমণাত্মক অবস্থানে মোতায়েন করতে শুরু করে কম্বোডিয়া৷ একই সঙ্গে গোলাবারুদও মজুত করা হয়৷ কম্বোডিয়া সেনার এই গতিবিধিকে সামরিক সংঘাতের প্রস্তুতি হিসেবেই ধরে নেয় থাই সেনা৷ কম্বোডিয়ার সেনাকে নিরস্ত্র করতে ন্যূনতম প্রত্যাঘাত করা হয়েছে বলে দাবি করে রয়্যাল থাই এয়ার ফোর্স৷ থাই বায়ুসেনার অবশ্য দাবি,আন্তর্জাতিক নিয়ম মেনে শুধুমাত্র সামরিক পরিকাঠামোগুলিকেই নিশানা করা হয়৷
advertisement
গত জুলাই মাসেই সামরিক সংঘাতে জড়িয়েছিল থাইল্যান্ড এবং কম্বোডিয়া৷ সেই সংঘর্ষে দুই দেশের সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানির পাশাপাশি সীমান্ত এলাকার বহু মানুষ ঘরছাড়া হন৷ শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত অক্টোবর মাসে মালয়েশিয়ায় শান্তি চুক্তিতে সই করে দুই দেশ৷ তার পর কিছু দিন দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকলেও গত মাস থেকেই ফের দু দেশের মধ্যে ধীরে ধীরে উত্তেজনা বাড়তে শুরু করে৷
advertisement
ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যেভাবে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে তাতে অবিলম্বে কূটনৈতিক পথে উদ্যোগ না নিলে থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘর্ষ আরও বড় আকার নিতে চলেছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2025 9:44 AM IST

