Sudan civil war: সেনা- আধা সেনার রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে সুদান! মৃত ২০০, আহত ১৮০০

Last Updated:
গৃহযুদ্ধে জ্বলছে সুদান।
গৃহযুদ্ধে জ্বলছে সুদান।
খারতৌম: দেশের সেনা এবং আধা সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ৷ যার জেরে আফ্রিকার দেশ সুদানে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দুশো জনের৷ আহতের সংখ্যা ১৮০০ ছাড়িয়েছে৷ দেশের শহরাঞ্চলে দুই নিরাপত্তা বাহিনীর মধ্যে তিন দিন ধরে চলতে থাকা এই সংঘর্ষের জেরে দেশে খাদ্য এবং জরুরি প্রয়োজনের জিনিসেরও সংকট শুরু হয়েছে৷
২০২১ সালে সেনা অভ্যুত্থানের ফলেই সুদানে শাসন ক্ষমতার হাত বদল হয়েছিল৷ সেই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন দেশের সেনাপ্রধান আবদেল ফতাহ আল বুরহান এবং তাঁর ডেপুটি মহম্মদ হামদান ডাগলো, যিনি আবার সুদানের শক্তিশালী আধা সামরিক বাহিনী আরএসএফ-এর শীর্ষ পদে রয়েছেন৷ এবার আব্দেল ফতেহ এবং তাঁর ডেপুটি মহম্মদ হামদান ডাগলোর মধ্যে ক্ষমতার রাশ হাতে রাখা নিয়ে সংঘাতের জেরে তীব্র সংঘর্ষে জড়িয়েছে সেনা এবং আধা সেনা বাহিনী। ধীরে ধীরে যে সংঘর্ষ গৃহযুদ্ধের আকার নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।
advertisement
advertisement
এমনিতে সুদানে গৃহযুদ্ধ নতুন কিছু নয়। কিন্তু এবার দেশের দুই নিরাপত্তা বাহিনী যেভাবে সংঘর্ষে জড়িয়েছে, তা নজিরবিহীন। এই লড়াই দীর্ঘস্থায়ী হতে পারে বলেও মত বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই সংঘর্ষে লাগাম টানতে কূটনৈতিক স্তরে উদ্যোগ নেওয়া হচ্ছে।
advertisement
বর্তমানে সুদানের অধিকাংশ মানুষই রমজান মাসের রোজা পালন করছেন। তার মধ্যেই এই রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে দিন কাটছে সুদানের রাজধানী খারতৌমের বাসিন্দাদের। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ট্যাঙ্ক, ঘন ঘন বিস্ফোরণে কেঁপে উঠছে এলাকা। ধোয়ায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট। শুধু তাই নয়, আকাশপথেও প্রতিপক্ষ শিবিরে হামলা চালানো শুরু হচ্ছে। চলছে গোলাগুলি।
হাতেগোনা যে কয়েকটি দোকান খোলা রয়েছে, সেখানেই জ্বালানি এবং পাউরুটির মতো খাবারের জন্য প্রাণ হাতে নিয়ে ভিড় করছেন বাসিন্দারা। তার মধ্যে আবার বিদ্যুৎ সংযোগও ঠিক মতো থাকছে না। এই প্রবল গোলাগুলি এবং আকাশপথে হামলার জেরে সুদানের রাজধানীতে একাধিক হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, খারতৌমের বেশ কিছু হাসপাতালে রক্তসংকট শুরু হয়েছে। ফলে, আহতদের চিকিৎসাও ঠিক মতো করা সম্ভব হচ্ছে না। রাষ্ট্রসংঘের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে, পরিস্থিতি অত্যন্ত ঘোরাল।
সুদানে এই মুহূর্তে বহু ভারতীয়ও রয়েছেন। তাঁদেরকেও বাড়ির ভিতরেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সুদানের পরিস্থিতির উপরে নজর রাখছে ভারতের বিদেশমন্ত্রকও।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sudan civil war: সেনা- আধা সেনার রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে সুদান! মৃত ২০০, আহত ১৮০০
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement