Sperm Donor: গোটা বিশ্বে ছড়িয়ে তাঁর ৫৭ সন্তান! ৪৮ জন মহিলাকে মাতৃত্বের স্বাদ দিয়েছেন ৩১ বছরের যুবক

Last Updated:

তবে এই কাজ করতে গিয়ে ব্য়ক্তিগত জীবনেও সমস্য়ার মুখে পড়তে হয়েছে কাইলকে।

আমেরিকার বাসিন্দা কাইল গর্ডি পেশায় একজন স্পার্ম ডোনার। Photo-Instagram
আমেরিকার বাসিন্দা কাইল গর্ডি পেশায় একজন স্পার্ম ডোনার। Photo-Instagram
ক্য়ালিফোর্নিয়া: বয়স মাত্র ৩১। আর এই বয়সেই তিনি ৫৭টি সন্তানের বাবা! বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে তাঁর সন্তানেরা।
আসলে ৩১ বছর বয়সি কাইল গর্ডি নামে এই যুবক আমেরিকার ক্য়ালিফোর্নিয়ার বাসিন্দা। পেশায় তিনি একজন স্পার্ম ডোনার। কাইল জানিয়েছেন, গত ৯ বছর ধরে এই কাজ করছেন তিনি। এখনও পর্যন্ত তাঁর সৌজন্য়েই গোটা বিশ্বের ৪৮ জন মহিলা মাতৃত্বের স্বাদ পেয়েছেন বলে দাবি করেছেন কাইল।
advertisement
advertisement
কিছুদিন আগেই ব্রিটেন এবং ফ্রান্সে গিয়েছিলেন কাইল। এই দুই দেশে তিন জন মহিলার জন্য় স্পার্ম দান করে এসেছেন তিনি। ওই মহিলারা বর্তমানে সন্তানসম্ভবা। ইতিমধ্য়েই ৫৭টি শিশুর বায়োলজিকাল ফাদার কাইল খুব শিগগিরই আরও ১৪টি শিশুর বাবা হতে চলেছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: 
তবে এই কাজ করতে গিয়ে ব্য়ক্তিগত জীবনেও সমস্য়ার মুখে পড়তে হয়েছে কাইলকে। কারণ যেই মাত্র তাঁর সঙ্গিনীরা জানতে পারেন কাইলের একজন স্পার্ম ডোনার, সঙ্গে সঙ্গে তাঁকে ছেড়ে চলে যান তাঁরা। নিউ ইয়র্ক পোস্ট-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, স্পার্ম ডোনার হিসেবে কাজে সাফল্য়ের জন্য় দিনে অন্তত দশ ঘণ্টা ঘুমোন কাইল। নিজেদের চিন্তামুক্ত রাখার চেষ্টা করেন। কোনও রকম সংক্রমণে যাতে আক্রান্ত না হন, তাও খেয়াল রাখতে হয় কাইলকে।
advertisement
অবশ্য় ব্য়ক্তিগত জীবনে যে সমস্য়াই হোক না কেন, কাইল স্পার্ম ডোনার হিসেবে কাজ চালিয়ে যেতে চান। এমন কি, বীর্য বাঁচিয়ে রাখার জন্য় কারও সঙ্গে শারীরিক সম্পর্কেও লিপ্ত হন না কাইল।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sperm Donor: গোটা বিশ্বে ছড়িয়ে তাঁর ৫৭ সন্তান! ৪৮ জন মহিলাকে মাতৃত্বের স্বাদ দিয়েছেন ৩১ বছরের যুবক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement