এবছরের মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার নেল পিটার্স, সেরা দশেই আসতে পারল না ভারত
Last Updated:
এবছরের মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার নেল পিটার্স, সেরা দশেই আসতে পারল না ভারত
#নয়াদিল্লি: মানুসী চিল্লারের পর সকলেই তাকিয়ে ছিল মিস ইউনিভার্সের দিকে। মুকুট উঠবে কি শ্রদ্ধা শশীধরের মাথায়। সেই নিয়ে চলছিল জল্পনা। কিন্তু হতাশ করে ভারতীয় সুন্দরী শেষ করলেন ১৬ তম স্থানে। এবারের মিস উইনিভার্স দক্ষিণ আফ্রিকার সুন্দরী নেল পিটার্স। ফার্স্ট রানার আপ হলেন মিস কলম্বিয়া। সব মিলিয়ে এক জমজমাট অনুষ্ঠানে সাক্ষী থাকল দর্শক।
লড়াই চলছিল কয়েকদিন ধরেই। বিরানব্বই দেশের সুন্দরীর ডেস্টিনেশন ছিল লাস ভেগাস। সেখানেই বসেছিল মিস ইউনিভার্সের আসর। চলছিল জোর লড়াই। সকলেই তাকিয়ে ছিল শ্রদ্ধা শশীধরের দিকে। কিন্তু হতাশ করলেন ভারতীয় সুন্দরী। ১৬তম স্থানে শেষ করলেন তিনি।
ফাইনালে লড়াইটা ছিল জমজমাট। কেউ এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি ছিলেন না। অনুষ্ঠানের সঞ্চালক স্টিভ হার্ভেও গোটা অনুষ্ঠান মাতিয়ে রেখেছিলেন। র্যাম্পে মডেলেদের ঝড় তোলা থেকে শুরু করে গানের জমজমাট পারফরম্যান্সও হল জমজমাট।
advertisement
advertisement
শেষ পর্যন্ত এল সেই মুহূর্ত। দক্ষিণ আফ্রিকার নেল পিটার্সের নাম ঘোষণা করা হলেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন তিনি। ফার্স্ট রানার আপ হলেন মিস কলম্বিয়া। সব মিলিয়ে এক জমজমাট অনুষ্ঠানে সাক্ষী থাকল দর্শক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 27, 2017 3:56 PM IST