Snow in Desert: প্রকৃতির কী খেলা! তীব্র তুষারঝড়ে বরফে ঢাকল শুষ্ক মরুভূমি

Last Updated:

Snow in Desert: মরু অঞ্চল ঢেকে গিয়েছে তুষারপাতে

ক্যালিফর্নিয়া : ইন্টারনেটে ঝড় তুলেছে উত্তর আমেরিকার সোনোরান মরুভূমির গ্রান দেসিয়ের্তো দ্য অল্টার অঞ্চল৷ কারণ চলতি মাসের গোড়ায় এই মরু অঞ্চল ঢেকে গিয়েছে তুষারপাতে৷ সেই ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে৷ প্রসঙ্গত আমেরিকার অ্যারিজোনা, ক্যালিফর্নিয়া ও সোনোরা প্রদেশে ১ লক্ষ ২০ হাজার বর্গমাইল অংশ জুড়ে বিস্তৃত সোনোরান মরুভূমি৷ শীতকালের রাতে চরম ঠান্ডা ও গ্রীষ্মে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এই মরুভূমির তাপমাত্রা৷ গরমে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছয় তাপমাত্রা৷
কিন্তু ইদানীং আবহাওয়া পরিবর্তনের সাক্ষী এই মরুভূমি৷ ১৯৮৯ সালের পর আবার এই মরুতে বয়ে গেল তুষারঝড়৷ দুর্যোগের জেরে সোনোরান মরুভূমির কিছু অংশ ঢাকা পড়েছিল ১০ সেমি পুরু বরফের নীচে৷ কোথাও কোথাও জমেছিল ২ থেকে ৪ ইঞ্চির পুরু বরফের চাদর৷ পুলিৎঝার জয়ী ল্যান্ডস্কেপ আলোকচিত্রী জ্যাক ডাইকিঙ্গা এই মরুভূমির ছবি তুলে প্রশংসিত হয়েছেন৷ তিনি জানিয়েছেন বরফে ঢাকা মরুভূমি জাদুনগরীর মতো মনে হচ্ছিল৷
advertisement
advertisement
শীতকালে পশ্চিম আমেরিকার অ্যারিজোনা ও অন্যান্য অঞ্চল ঢেকে যায় পুরু চাদরের নীচে৷ গত ৭০ বছরের মধ্যে এ বার তীব্রতম তুষারপাত হয়েছে এখানে৷ জমেছিল ১১ ইঞ্চি বরফ৷ ক্যালিফর্নিয়ার তুষারও ভেঙেছে গত ৪০ বছরের রেকর্ড৷ তবে মরুভূমিতে তুষারপাত সত্যি চমকপ্রদ৷ বরফ মোড়া সোনোরানের ছবি দেখে নেটিজেনরা অভিভূত।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Snow in Desert: প্রকৃতির কী খেলা! তীব্র তুষারঝড়ে বরফে ঢাকল শুষ্ক মরুভূমি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement