Pakistan Army Attack: বিস্ফোরক ঠাসা গাড়ি নিয়ে কনভয়ে আত্মঘাতী হামলা, পাকিস্তানে মৃত ১৬ সেনা জওয়ান! ঘাতক সেই টিটিপি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার এক সরকারি মুখপাত্রই এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন৷
ইসলামাবাদ: ফের বড়সড় হামলার শিকার পাকিস্তানের সেনাবাহিনী৷ অশান্ত খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সেনা কনভয়ে আত্মঘাতী হামলায় মৃত্যু হল অন্তত ১৬ জন পাকিস্তানি সেনার৷ জানা গিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সরাসরি সেনা কনভয়ে ঢুকে হামলা চালায় ওই আত্মঘাতী জঙ্গি৷ সেনা জওয়ানরা ছাডা়ও এই হামলায় আহত হয়েছেন বেশ কিছু সাধারণ মানুষও৷
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার এক সরকারি মুখপাত্রই এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন৷ ১৬ জন সেনা জওয়ানের মৃত্যু ছাড়াও আত্মঘাতী হামলায় কুড়ি জনেরও বেশি সাধারণ মানুষ আহত হয়েছেন৷
আরও পড়ুন: পাকিস্তান-চিনের চাল বানচাল…বালোচিস্তানকে টেনে এনে কষতে চাইছিল অন্য অঙ্ক, ভেস্তে দিলেন রাজনাথ
advertisement
সংবাদসংস্থা এএফপি-কে এক পুলিশকর্তা জানিয়েছেন, জোরাল এই বিস্ফোরণের জেরে দুটি বাড়ির ছাদও ভেঙে পড়ে৷ যার জেরে আহত হয় ছটি শিশু৷ আহত শিশুগুলির মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক৷
advertisement
জানা গিয়েছে, তেহরিক ই তালিবান পাকিস্তানের একটি শাখা হাফিজ গুল বাহাদুর সশস্ত্র বাহিনী এই হামলার দায় স্বীকার করেছে বলে খবর৷ গত মার্চ মাসেই পাক সেনার বিরুদ্ধে ধারাবাহিক হামলা হুঁশিয়ারি দিয়েছিল টিটিপি৷ তার পর থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে প্রায় একশোটি হামলার দায়িত্ব নিয়েছে এই জঙ্গি সংগঠন৷
সংবাদসংস্থা এএফপি-র হিসেব অনুযায়ী, তার পর থেকে খাইবার পাখতুনখাওয়া এবং বালুচিস্তান প্রদেশে হওয়া একের পর এক হামলায় অন্তত ২৯০ জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা আধিকারিক এবং সেনা জওয়ান৷ ২০২১ সালের অগাস্ট মাসে প্রতিবেশী আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে৷ পাকিস্তানের অভিযোগ, তাদের দেশে হামলা চালিয়ে জঙ্গিরা আফগানিস্তানে আশ্রয় নিলেও কোনও ব্যবস্থা নিচ্ছে না সেখানকার তালিবান সরকার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2025 5:49 PM IST