Pakistan China Vs India: পাকিস্তান-চিনের চাল বানচাল...বালোচিস্তানকে টেনে এনে কষতে চাইছিল অন্য অঙ্ক, ভেস্তে দিলেন রাজনাথ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
গোয়েন্দা সূত্রে খবর, পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুর সংক্রান্ত সমস্ত স্যাটেলাইট সংক্রান্ত তথ্যই দেওয়া হয়েছিল সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র বৈঠকে৷ সেখানে লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মহম্মদের মতো সংগঠনগুলিকে রাষ্ট্রীয় মদত দেওয়ার প্রমাণও দেওয়া হয়েছে বলে খবর৷
আন্তর্জাতিক ক্ষেত্রে বৃহস্পতিবার বড় পদক্ষেপ করল ভারত৷ আরও একবার নিজের জায়গা বুঝিয়ে দিল চিন আর পাকিস্তানকে৷ ভেস্তে দিল ওদের অভিসন্ধি৷ কূটকৌশলীদের মতে, ভারতের এই পদক্ষেপে বানচাল হয়েছে পাকিস্তান ও চিনের বড় পরিকল্পনা৷ ঠিক কী ঘটেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর কুইংডাওর সম্মেলনে জানেন?
advertisement
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চিনের কুইংডাওতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র বৈঠকে যোগ দিয়েছিলেন৷ সেখানে বৈঠক শেষে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে স্বাক্ষর করার কথা ছিল সদস্য দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের৷ কিন্তু, সেই যৌথ বিবৃতিতে সই করতে অস্বীকার করেছেন রাজনাথ সিং৷ এই ঘটনা উপ মহাদেশীয় ভূ-রাজনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে৷ জানেন কেন স্বাক্ষর করতে অস্বীকার করেছেন রাজনাথ? কোন চাল চেলেছিল চিন?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গোয়েন্দা সূত্র বলছে, গোটা আন্তর্জাতিক মহলের নজর ভারতের পহেলগাঁও থেকে সরিয়ে বালোচিস্তানে এনে পাকিস্তানকে ‘ভিক্টিম’ হিসাবে প্রজেক্ট করতে চাইছে৷ জানা গিয়েছে, এই সম্মেলনে চিন ক্রমাগত পাকিস্তানকে ভারতের জবাব দেওয়ার অধিকার ও সন্ত্রাসবাদ বিরোধী অবস্থানকে সাইডলাইন করার চেষ্টা করেছে৷ প্রমাণ পেশ করা সত্ত্বেও৷ প্রসঙ্গত, এই SCO গোষ্ঠীর অংশ হল ভারত, চিন, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, উজবেকিস্তান, ইরান ও বেলারুশ৷