Sheikh Hasina Son Exclusive: ‘হতাশ ছিলেন মা, আর ফিরতে চান না বাংলাদেশে’, সাফ জানালেন হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়

Last Updated:

শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় CNN-News18-কে জানিয়েছেন যে, গত রবিবার থেকেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভেবে রেখেছিলেন মুজিব-কন্যা হাসিনা।

লন্ডন: ক্রমাগত গণ আন্দোলনের অভিঘাতের মুখে পড়ে সোমবারই পদত্যাগ করে নিরাপত্তার খাতিরে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রসঙ্গে মুখ খুলেছেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি জানিয়েছেন, রাজনীতির ময়দান থেকে তাঁর মায়ের অবসর গ্রহণের কথা ছিল। সেই সঙ্গে জয় এ-ও জানালেন যে, “বাংলাদেশের যে পরিস্থিতি, তা নিয়ে বেশ হতাশ ছিলেন হাসিনা। তিনি আর বাংলাদেশে ফিরে যেতে চান না।”
CNN-News18-কে জয় জানিয়েছেন যে, গত রবিবার থেকেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভেবে রেখেছিলেন মুজিব-কন্যা হাসিনা। সোমবারেই তা ঘোষণা করার কথা ছিল। কিন্তু পথে থাকা আন্দোলনকারীদের জন্য আর সেটা করার সময় পাননি তাঁর মা।
আরও পড়ুনBangladesh Protest Update: হাসিনা সরকারের পতন, ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা! অতিরিক্ত BSF জওয়ান মোতায়েন
এখানেই শেষ নয়, আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য যে শক্তি প্রয়োগের সিদ্ধান্তের পক্ষ নিয়ে জয় আরও জানান যে, “আপনারা শুধুমাত্র গতকালই ১৩ জন পুলিশকর্মীকে পিটিয়ে মেরেছেন। তাহলে আপনাদের কী মনে হয়, উন্মত্ত জনতা যখন পিটিয়ে মারছে, তখন পুলিশের কী করা উচিত?”
advertisement
advertisement
জয় বলে চলেন, উনি (হাসিনা) তো বাংলাদেশের ভোল বদলে দিয়েছিলেন। যখন তিনি ক্ষমতায় এসেছিলেন, তখন তো বাংলাদেশের অবস্থা একেবারেই ভাল ছিল না। দরিদ্র দেশ ছিল। আর আজকের দিনে এশিয়ার উদীয়মান এবং প্রগতিশীল দেশগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে বাংলাদেশ।তবে সেনার দিক থেকে তাঁর মায়ের উপর কোনওরকম চাপ আসেনি বলেই স্পষ্ট করে দিলেন জয়। সেই সঙ্গে এই পরিস্থিতিতে হাসিনার পাশে দাঁড়ানোর জন্য ভারত সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন। আর বলেন যে, তাঁর মায়ের শরীর এখন ভাল আছে। আর তিনি পূর্ণ উদ্যমেই রয়েছেন। তবে হাসিনা-পুত্রের অভিযোগ, মৌলবাদীর মোড়কে থাকা বিদেশি শক্তি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
advertisement
কিন্তু দেশ ছেড়ে কোথায় গেলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? এক সূত্র মারফত জানা গিয়েছে যে, তীব্র আন্দোলনের সম্মুখীন হয়ে দেশ ছেড়ে সোমবার ভারতে এসেছেন তিনি। তৃতীয় কোনও দেশ তাঁকে রাজনৈতিক আশ্রয় না দেওয়া পর্যন্ত আপাতত ভারতেই থাকবেন। প্রসঙ্গত বিগত প্রায় এক মাস ধরে চলছিল সরকার-বিরোধী তীব্র প্রতিবাদ আন্দোলন। এদিকে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই শেখ হাসিনা তাঁর বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়েছিলেন। তাঁরা ব্রিটেনে নিতে আশ্রয় চেয়েছিলেন তাঁরা। এমনকী রেহানা আবার ব্রিটেনেরই নাগরিক। কিন্তু সূত্রের খবর, হাসিনার এই রাজনৈতিক আশ্রয় নিয়ে ব্রিটেনের তরফে নিশ্চিত করে কিছুই জানানো হয়নি।
advertisement
আসলে সরকারি চাকরিতে বিতর্কিত কোটা ব্যবস্থা নির্মূল করার দাবি জানিয়েছিলেন বাংলাদেশের ছাত্রদল। সেখান থেকেই প্রতিবাদ, আন্দোলন এবং হিংসার সূত্রপাত। শুধু তা-ই নয়, এই আন্দোলন হাসিনাকে গদিচ্যুত করার আন্দোলনের দিকেই এগোয়। শুধু রবিবারেই দেশে একাধিক সংঘর্ষের জেরে বলি হয়েছেন শতাধিক মানুষ। কয়েকশো মানুষ জখমও হয়েছেন। হাজার হাজার আন্দোলনকারীকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেটও ছুড়েছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sheikh Hasina Son Exclusive: ‘হতাশ ছিলেন মা, আর ফিরতে চান না বাংলাদেশে’, সাফ জানালেন হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement