India Bangladesh Rail Service: ৭ অগাস্ট পর্যন্ত ফের বন্ধ রেল চলাচল, অনিশ্চয়তায় ভারত-বাংলাদেশ রেল পরিষেবা

Last Updated:

India Bangladesh Rail Service: ১৯ জুলাই থেকে টানা বন্ধ ভারত বাংলাদেশ রেল পরিষেবা। আর তারই জেরে আংশিকভাবে অনিশ্চয়তায় ভারত বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা।

বন্ধ বাংলাদেশ রেল চলাচল
বন্ধ বাংলাদেশ রেল চলাচল
কলকাতা : কলকাতা ঢাকা (মৈত্রী) এবং কলকাতা খুলনা (বন্ধন) এক্সপ্রেস পরিষেবা বন্ধ থাকবে আগামী ৭ অগাস্ট পর্যন্ত। বাংলাদেশ জুড়ে অস্থির পরিস্থিতির মধ্যে বাংলাদেশ রেলওয়ে থেকে বার্তা আসার পর এমনটাই সিদ্ধান্ত ভারতীয় রেলের।
প্রসঙ্গত, জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকেই বাংলাদেশে রেল পরিষেবা বন্ধ। এর মধ্যে বাংলাদেশে হাসিনা সরকারের অপসারণ এবং সামরিক বাহিনীর শাসন ক্ষমতা দখল। আর তারই জেরে কার্যত অনিশ্চিত ভারত-বাংলা রেল পরিষেবা। রেল-সূত্রে জানানো হয়েছে, ওপার বাংলা থেকে রেক ফেরত না এলে এপার বাংলা থেকে পরিষেবা সচল রাখা সম্ভব নয়। রেকগুলি জুলাই মাসে সীমান্ত পেরিয়ে গিয়েছিল। এখনও ফেরত আসেনি।
advertisement
advertisement
বাংলাদেশ রেল দফতরের পক্ষ থেকে প্রতি ৪৮ ঘণ্টায় পূর্ব রেলের কাছে বার্তা আসছে। আপাতত সেই বার্তায় ৭ অগাস্ট পর্যন্ত মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেস পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছে। সাধারণ যাত্রী থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং এই দেশে চিকিৎসা করাতে আসা অগণিত রোগী ও তাদের পরিবারের রেল পরিষেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
India Bangladesh Rail Service: ৭ অগাস্ট পর্যন্ত ফের বন্ধ রেল চলাচল, অনিশ্চয়তায় ভারত-বাংলাদেশ রেল পরিষেবা
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement