Saudi Arabia: একদিনে-একসঙ্গে ৮১ জন, মৃত্যুদণ্ড কার্যকরে 'রেকর্ড' সৌদি আরবের! কিন্তু কেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Saudi Arabia: শনিবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের মধ্যে ইয়েমেনের সাতজন এবং সিরিয়ার একজন নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে।
#সৌদি: সন্ত্রাসবাদে জড়িত সহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত ৮১ জনের এক দিনে মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব। এই সংখ্যা সৌদি আরবে গত এক বছরে মৃত্যুদণ্ড কার্যকরের মোট সংখ্যারও বেশি। শনিবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের মধ্যে ইয়েমেনের সাতজন এবং সিরিয়ার একজন নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে।
সৌদি আরবের আধুনিক ইতিহাসে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর বলে জানা গিয়েছে। এর আগে ১৯৮০ সালে মক্কার গ্র্যান্ড মসজিদ দখলে অভিযুক্ত ৬৩ জনকে মুণ্ডচ্ছেদ করে মৃত্যুদণ্ড দিয়েছিল সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সির তরফে এই মৃত্যুদণ্ড কার্যকর করার খবর প্রকাশ্যে আনা হয়েছে।
advertisement
advertisement
সন্ত্রাসবাদ ছাড়াও নিষ্পাপ পুরুষ, নারী ও শিশুর হত্যাকারী সহ বিভিন্ন অপরাধ, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনা ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলা, হত্যা, অপহরণ, ধর্ষণ, অস্ত্র চোরাচালানে দোষী সাব্যস্ত এমন ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে আল কায়দা, আইএস এবং ইয়েমেনের হাউথি জঙ্গিরা। জানা গিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৮১ জনের মধ্যে ৭৩ জনই সৌদি আরবের নাগরিক। অন্য সাতজন ইয়েমেন এবং একজন সিরিয়ার নাগরিক।
advertisement
আরও জানা গিয়েছে, সৌদি আরবের মোট ১৩ জন বিচারক ওই ৮১ জনের বিচার করেছেন। আসামিদের সবাইকে তিন ধাপ বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিসংখ্যান অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যার দিক দিয়ে সৌদি আরবের অবস্থান বিশ্বে পঞ্চম। তার আগে রয়েছে চিন, ইরান, মিশর ও ইরাক। গত বছর ৬৯ জন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব। তার আগের বছর ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। কিন্তু এবার একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে রেকর্ড গড়ল তাঁরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2022 9:25 AM IST