Russia-Ukraine War: ইউক্রেনের পর রাশিয়ার পরের লক্ষ্য কি মলডোভা ? বাড়ছে আতঙ্ক !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Belarus President Lukashenko's photo with a map is going viral: বেলারুশের প্রেসিডেন্ট একটি মানচিত্র দেখিয়ে যা ইঙ্গিত দিয়েছেন, তাতে রাশিয়ার আগামী দিনের পরিকল্পনা আরও ভয়ঙ্কর বলেই মনে করা হচ্ছে ৷
মিনস্ক: ইউক্রেন-রাশিয়ার মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহত ৷ সপ্তাহ পেরিয়ে গেলেও যুদ্ধ পরিস্থিতির কোনও কিছু বদল নেই ৷ বরং তা আরও ভয়াবহ আকার ধারণ করছে ৷ ইউক্রেন রাশিয়া যে পুরোপুরি দখল করেই ছাড়বে, তা একপ্রকার নিশ্চিত ৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগামী দিনে কী লক্ষ্য হতে চলেছে, তা নিয়েও এখন গোটা বিশ্বে জোর চর্চা ৷ এর মধ্যেই বেলারুশের প্রেসিডেন্ট একটি মানচিত্র দেখিয়ে যা ইঙ্গিত দিয়েছেন, তাতে রাশিয়ার আগামী দিনের পরিকল্পনা আরও ভয়ঙ্কর বলেই মনে করা হচ্ছে (Belarus President Lukashenko's photo with a map is going viral) ৷
রুশ প্রেসিডেন্ট পুতিনের পরবর্তী লক্ষ্য এবার মলডোভা হতে পারে ৷ অর্থাৎ ইউক্রেনের পর ইউরোপের আরেক প্রতিবেশী দেশের উপর হামলা করতে পারে রাশিয়া ৷ এমনটাই ইঙ্গিত দিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো (Belarus President Alexandar Lukashenko) ৷ তিনি কার্যত সাবধানই করে দিলেন মলডোভা-সহ অন্যান্য দেশগুলিকে ৷
advertisement
advertisement
লুকাশেঙ্কোর কথায় শুধু ইউক্রেন জয় করেই হয়তো থামবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তাঁর পরবর্তী লক্ষ্য হতে পারে ইউরোপের আরেক ছোট দেশ মলডোভা ৷ এ বার ছোট প্রতিবেশী দেশগুলিতেও হামলা করবে রাশিয়া। এমনটাই দাবি লুকাশেঙ্কোর ৷
advertisement
বেলারুশের প্রেসিডেন্টের দাবি, এর পর মলডোভা, রুসানিভিকা, কুরেনিকুয়ার মতো ছোট ছোট দ্বীপরাষ্ট্র ও অঞ্চলেও আক্রমণ করতে পারে রাশিয়া।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2022 12:11 PM IST