Russia Ukraine War: পথেঘাটে হাত-পা বাঁধা লাশের সারি, ঠিক কী হয়েছে ইউক্রেনের বুচায়? হাড়হিম তথ্য...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Russia Ukraine War: ইউক্রেনীয় বাহিনী অবশ্য পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। শেষমেশ পাঁচ সপ্তাহ তুমুল লড়াইয়ের পর বুচা এলাকা থেকে সরে যায় রুশ বাহিনী।
#কলকাতা: কিভকে অবরুদ্ধ করে প্রেসিডেন্ট জেলেনস্কির সরকারকে উৎখাতের যে স্বপ্ন রাশিয়া দেখছিল, তার নিদারুণ নিদর্শনের দেখা মিলল ইউক্রেনের (Russia Ukraine War) শহর বুচার একটি সরু রাস্তায়। ইউক্রেনে আক্রমণ শুরুর দুই থেকে তিন দিনের মধ্যে কিভের সন্নিকটে বুচা নামের ওই শহরে পৌঁছে গিয়েছিল রুশ বাহিনী। সেখানে রাশিয়ার ট্যাংক ও সাঁজোয়া বহর দেখা গিয়েছিল। সেখানেই পথেঘাটে দেখা গিয়েছে হাত-পা বাঁধা বহু মৃতদেহের।
ইউক্রেনীয় বাহিনী অবশ্য পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। শেষমেশ পাঁচ সপ্তাহ তুমুল লড়াইয়ের পর বুচা এলাকা থেকে সরে যায় রুশ বাহিনী। রুশ সৈন্যদের শেষ দলটি গত শুক্রবার বুচা থেকে সরে যাওয়ার পর সেই শহরে ঢোকে সংবাদমাধ্যম। আর সেখানে ঢুকেই বোঝা যায় রুশ বাহিনী কেন গতি হারিয়েছিল ওই শহরে।
advertisement
advertisement
রাশিয়ার অবশ্য দাবি, ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের দিকে মনোযোগ বাড়ানোর জন্যই তারা কিভ থেকে সৈন্য প্রত্যাহার করেছে। রুশ সেনাদের দাবি, মধ্য ইউক্রেনে তাদের বাহিনীর যে লক্ষ্য ছিল, তা ইতোমধ্যে পূরণ হয়ে গিয়েছে। আসলে কিভ দখলের কোনো পরিকল্পনাই তাদের ছিল না। যদিও ইউক্রেনের পাল্টা দাবি, তাঁদের সেনার অপ্রত্যাশিত প্রতিরোধই রুশ বাহিনীকে কিভের বাইরে ঠেকিয়ে দিয়েছে। বুচার রাস্তায় আগুনে পোড়া ও গলে যাওয়া দীর্ঘ সামরিক বহরই তার প্রমাণ।
advertisement
ইউক্রেনে হামলার শুরুর দিকেই হেলিকপ্টারে নামা রুশ সেনাদের বারবার প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। রুশ বহরের ওপর ইউক্রেনীয় বাহিনী তুরস্ক থেকে আনা বেরাকতার অ্যাটাক ড্রোন দিয়ে হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ইউক্রেনের স্বেচ্ছাসেবক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও সে সময় ওই এলাকায় তৎপর ছিল। বুচার স্থানীয় বাসিন্দারাও জানাচ্ছেন, ইউক্রেনীয় প্রতিরোধ বাহিনীর হামলায় রুশ বহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেককে আটকও করা হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2022 4:57 PM IST