PPF: প্রতিদিন ৭০ টাকা বিনিয়োগ করে লাখপতি, মিলবে সুদের উপর সুদ, দেখুন কীভাবে!

Last Updated:

PPF: মাত্র ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। সর্বোচ্চ বিনিয়োগের সীমা দেড় লক্ষ টাকা।

অবশ্যই জানুন...
অবশ্যই জানুন...
#নয়াদিল্লি: সঠিক ভাবে অর্থ বিনিয়োগ করতে পারলে কোটিপতি হওয়া সম্ভব। এমনই একটি স্কিম হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। এই স্কিমের বিশেষত্ব হল এতে বিনিয়োগ হয় পুরোপুরি নিরাপদ ও সুরক্ষিত। বাজারের কোনও ঝুঁকির দ্বারা এই বিনিয়োগ প্রভাবিত হয় না। অর্থাৎ একবার বিনিয়োগ করলেই নিশ্চিন্তি। শুধু তাই নয়, এতে সুদের হারও আকর্ষণীয় এবং কর ছাড়ও পাওয়া যায়। এই কারণেই অধিকাংশ মানুষ পিপিএফে বিনিয়োগ করতে পছন্দ করেন। মাত্র ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। সর্বোচ্চ বিনিয়োগের সীমা দেড় লক্ষ টাকা।
পিপিএফ-এর মেয়াদ ১৫ বছর। প্রতিদিন ৭০ টাকা জমা করে লাখ টাকার তহবিল তৈরি করা যায়। পিপিএফ-এ জমা করা করা টাকায় চক্রবৃদ্ধি হারে সুদ মেলে। এক্ষেত্রে সুদের হার কেন্দ্র নির্ধারণ করে। ত্রৈমাসিক ভিত্তিতে এই সুদের হার পর্যালোচনা করা হয়। অর্থাৎ প্রতি ত্রৈমাসিকে সুদের হার বাড়তে বা কমতে পারে। র্তমানে পিপিএফ স্কিমে ৭.১ শতাংশ হারে বার্ষিক সুদ দেওয়া হয়।
advertisement
কিছু ক্ষেত্রে, ১৫ বছরের আগেও পিপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যেতে পারে। যদি কোনও অ্যাকাউন্টধারী, তার পত্নী বা অন্য কোনও নির্ভরশীল ব্যক্তির গুরুতর অসুস্থতা থাকে, তাহলে মেয়াদপূর্তির আগে পিপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা পাওয়া যায়। একইভাবে, শিশুদের উচ্চশিক্ষার জন্য অর্থের প্রয়োজন হলেও পিপিএফ অ্যাকাউন্ট থেকে সময়ের আগেই টাকা তোলা যেতে পারে।
advertisement
advertisement
প্রত্যেক ভারতীয় নাগরিক পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। অভিভাবকরাও নাবালক সন্তানের নামে খুলতে পারেন পিপিএফ অ্যাকাউন্ট। একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে ন্যূনতম ৫০০ টাকা প্রয়োজন। পোস্ট অফিস বা ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। পিপিএফ অ্যাকাউন্ট থাকলে ঋণও নেওয়া যায়। অ্যাকাউন্ট খোলার পর থেকে তৃতীয় এবং ষষ্ঠ বছরে এই সুবিধা মেলে। পিপিএফ ঋণের সুদের হার অ্যাকাউন্টে পাওয়া সুদের হারের চেয়ে ১ শতাংশ বেশি। সুতরাং বর্তমান সুদের হার যদি ৭.১ শতাংশ হয়, তাহলে বার্ষিক ৮.১ শতাংশ সুদের হারে ঋণ দেওয়া হবে।
advertisement
পিপিএফ অ্যাকাউন্টে এক বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত জমার উপর আয়কর আইনের ৮০সি ধারায় কর ছাড় পাওয়া যায়। পিপিএফ ব্যালেন্সে অর্জিত সুদও সম্পূর্ণ করমুক্ত। এছাড়াও, মেয়াদ শেষে যে রিটার্ন মিলবে তার উপরও কোনও কর নেওয়া হয় না। তাই পিপিএফ-এ ট্রিপল ট্যাক্স সুবিধা রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PPF: প্রতিদিন ৭০ টাকা বিনিয়োগ করে লাখপতি, মিলবে সুদের উপর সুদ, দেখুন কীভাবে!
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement