Calcutta High Court: পুলিশে ভরসা নয়, আরও এক সাড়া জাগানো মামলায় CBI তদন্তের নির্দেশ হাই কোর্টের!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Calcutta High Court: অভিযোগ উঠেছে, মামলার চূড়ান্ত রিপোর্ট আসার আগেই পুলিশ সুপার আইসি-কে ক্লিনচিট দিয়েছেন। আরও অভিযোগ, আইসি-কে কয়লা পাচার মামলায় ডেকে পাঠিয়েছে ইডি।
#কলকাতা: কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলা সিবিআই-কে দেওয়ার নির্দেশ কলকাতা হাই কোর্টের। অবিলম্বে রাজ্য পুলিশের হাতে থাকা সব নথি সিবিআই-কে দেওয়ার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরাবার জন্যই এই নির্দেশ। ওই বিষয়ে আইসি-র বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছিলেন। তিনি কারও নির্দেশে কাজ করছিলেন। অভিযোগ উঠেছে, মামলার চূড়ান্ত রিপোর্ট আসার আগেই পুলিশ সুপার আইসি-কে ক্লিনচিট দিয়েছেন। আরও অভিযোগ, আইসি-কে কয়লা পাচার মামলায় ডেকে পাঠিয়েছে ইডি।
তদন্তের এই পর্যায়ে রাজ্য পুলিশের তরফে কোন অস্বচ্ছতা বা গাফিলতি রয়েছে, এমনটা মনে করছে না আদালত। তবে, কিছু কিছু খামতি অবশ্যই আছে। প্রথমত, ঘটনার সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি হয়নি, এবং ধৃত কলেবর সিং -কে ট্রানজিট রিমান্ডে আনা হয়নি। আইসি সঞ্জীব ঘোষকে হেফাজতে নেওয়া হয়নি, তিনি এখনও কর্মরত। সঞ্জীব ঘোষের ফোনও বাজেয়াপ্ত করা হয়নি। যার ফলে গুরুত্বপূর্ণ তথ্য হয়ত নষ্ট করে দেওয়া হয়েছে। আরও অনেক অগ্রগতি তদন্তে আনা যেত বলে মনে করছে আদালত।
advertisement
তপন কান্দুর পরিবারের আইনজীবীদের দাবি, রবিবার জেলার পুলিশ সুপার আইসি সঞ্জীব ঘোষকে ক্লিনচিট দিয়েছেন। তিনি আরও বলেছেন যে, এটা পারিবারিক বিবাদ। সত্যি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এই পুলিশ সুপারকেই কয়লা পাচার মামলায় ইডি ডেকে পাঠিয়েছিল।
advertisement
advertisement
পাল্টা রাজ্যের দাবি, পুলিশ সত্য উদঘাটনে সব পদক্ষেপ করছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ণিমা কান্দুর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। ভাইপো মিঠুন কান্দুর জবানবন্দী মঙ্গলবার নেওয়া হবে। বিতর্কিত ভাইরাল অডিও ক্লিপও বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও রাজ্যের সেই দাবি ধোপে টেকেনি। সিবিআই -কেই নির্দেশ দেওয়া হল তদন্তের। সিবিআই ৪৫ দিনের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট ম্যাজিস্ট্রেট কাছে পেশ করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2022 3:30 PM IST