England: অনুপ্রবেশ রুখতে কড়া ভিসা নীতি আনল ইংল্যান্ড! সমস্যায় পড়বেন ভারতীয়রাও

Last Updated:

প্রধানমন্ত্রী ঋষি সুনক জানান, ইংল্যান্ডের অভিবাসন সংখ্যা কমাতে এবার বিদেশি কর্মীদের জন্য ভিসা নীতি আরও কঠোর নিয়মে মানা হবে। বিদেশি কর্মীদের স্কিলড ভিসা পেয়ে, অনেক বেশি বেতনের কাজ নিয়ে আসতে হবে। একইসঙ্গে পরিবারের সদস্যসংখ্যা বেশি হলে চলবে না।

ইংল্যান্ড: অনুপ্রবেশ সমস্যায় জেরবার ইংল্যান্ড। অভিবাসন সংখ্যা কমাতে এবার বিদেশি কর্মীদের জন্য ভিসা নীতি আরও কঠোর করল ঋষি সুনক সরকার। নতুন নিয়মে বিদেশি কর্মীদের স্কিলড ভিসা পেতে এখন থেকে অনেক বেশি বেতনের কাজ নিয়ে আসতে হবে। একইসঙ্গে পরিবারের সদস্যসংখ্যা বেশি হলে চলবে না।
এই প্রসঙ্গে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনক বলেন, ‘কঠোর নিয়ম অভিবাসন কমাতে সাহায্য করবে। পাশাপাশি নিশ্চিত করবে এই নীতিতে শুধুমাত্র দেশের উপকার হবে’। এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ‘অভিবাসনের সংখ্যা দিন দিন বাড়ছে। এই সংখ্যা কমানোর লক্ষ্যে আজ আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। এই পদক্ষেপ নিশ্চিত করবে যে অভিবাসনের ফলে ইংল্যান্ড যেন উপকৃত হয়’।
advertisement
advertisement
অম্য একটি পোস্টে সুনক লিখেছেন, ‘নেট মাইগ্রেশনে সবচেয়ে বড় কাটছাঁট করেছি আমরা। এর আগে কোনও প্রধানমন্ত্রী এমনটা করেননি। কিন্তু নেট মাইগ্রেশনের মাত্রা অনেক বেশি। এর পরিবর্তন দরকার। আমি এই কাজ করতে বদ্ধপরিকর’। উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ইংল্যান্ডে নেট মাইগ্রেশনের সংখ্যা ৬৭২,০০০।
advertisement
নয়া ভিসা নীতিতে কোপ পড়বে ভারতীয়দের উপরেও। ইংল্যান্ডের স্বরাষ্ট্র সচিব জেমস ক্লেভারলি হাউস অফ কমন্সে বলেছেন, ‘কঠোর অভিবাসন ক্র্যাকডাউনের ফলে ভারতীয়রাও প্রভাবিত হবেন। স্বাস্থ্য ও চিকিৎসা ভিসায় আর পরিবারের সদস্যদের আনার অনুমতি দেওয়া হবে না’।
advertisement
প্রসঙ্গত, স্কিলড ভিসার জন্য বেতন থ্রেশহোল্ড জিবিপি ২৬,২০০ থেকে জিবিপি ৩৮,৭০০ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই থ্রেশহোল্ড পারিবারিক ভিসার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বর্তমানে পারিবারিক ভিসায় ১৮,৬০০ জিবিপি নির্ধারিত রয়েছে। ক্লেভারলি ন্যায্য, সামঞ্জস্যপূর্ণ, আইনি, এবং টেকসই অভিবাসন নীতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
advertisement
ক্লেভারলির অনুমান, এই ভিসা নীতি লাগু হলে, আগের বছরের তুলনায় অন্তত ৩০ হাজার কম লোক ইংল্যান্ডে আসবে। এ জন্য পাঁচ দফা পরিকল্পনা পেশ করেছেন তিনি, যা ২০২৪ সালের শুরু থেকে কার্যকর হবে। উচ্চশিক্ষার জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রেও নয়া রূপরেখা তৈরি করছে ইংল্যান্ড সরকার। মনে করা হচ্ছে, এ ক্ষেত্রেও ভিসা নীতি কঠোর করা হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
England: অনুপ্রবেশ রুখতে কড়া ভিসা নীতি আনল ইংল্যান্ড! সমস্যায় পড়বেন ভারতীয়রাও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement