Man on Moon: চাঁদে কি মানুষের নামা হবে না, ফের পিছলো NASA-র স্বপ্নের প্রজেক্ট, পেছনে কোন গুপ্ত কারণ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Man on Moon: হিউম্যান ল্যান্ডিংয়ের জন্য ৭৯ মাসের সময়ের মধ্যে পুরো পরিকাঠামো তৈরি হতে হবে৷ কিন্তু এটা আর সম্ভব হচ্ছে না৷
গত দশকেই আমেরিকার শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল চাঁদে ফের মানুষ পাঠাবে৷ তাতে প্রথম মহিলা যাত্রীও থাকবেন৷ এর জন্যে পুরোপুরি কার্যক্রম তৈরি হয়ে গেছে৷ এইটা ৩ পর্যায়ের কার্যক্রম৷ প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গেছে৷ দ্বিতীয় পর্বের কাজ চলছে৷ চাঁদে যাওয়া তৃতীয় পর্বে হবে৷ কিন্তু আমেরিকার সরকারি এক বিভাগীয় রিপোর্টের ভিত্তিতে জানা যাচ্ছে আর্টিমিস ৩ -র সাহায্যে মানুষ চাঁদে ২০২৭ তে নামবে৷ কিন্তু এর আগে চাঁদে নামার স্বপ্নপূরণ হবে না৷ Photo- Representative
advertisement
কিন্তু কারণ কী যার জন্য বারবার চাঁদে মানুষ নামার স্বপ্ন কেন পিছিয়ে যাচ্ছে৷ কিসের ভিত্তিতে ২০২৭ বেছে নেওয়া হল৷ রিপোর্ট সামনে এসেছে যেখানে বলা হয়েছে প্রথমে ঠিক ছিল ২০২৫ -এ চাঁদের মাটিতে নামবে মানুষ৷ কিন্তু এটা এখন যা পরিস্থিতি তাতে অসম্ভব মনে হচ্ছে৷ জিএও এই বিষয় নিয়ে নাসার আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছে৷ Photo- Collected
advertisement
advertisement
advertisement
স্পেসএক্স -র পক্ষ থেকেও হচ্ছে দেরি৷ বিভিন্ন জটিল কারণের জন্য স্পেসএক্সের কাজও শেষ হতে দেরি হচ্ছে৷ এতে রয়েছে প্রপেলেন্ট জমা করে রাখা স্থানান্তরিত করার কাজ রয়েছে৷ এতে কাজ খুব ধীর গতিতে হচ্ছে৷ এদিকে এক্সিজোয়ম কোম্পানির স্পেস স্যুট এবং অক্সিজেন স্যুটের কাজও পুরো হয়নি৷ তাদের ডিজাইনের কাজও বাকি আছে৷ Photo- Collected