#NiceAttack: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পপ তারকা রিহানা !

Last Updated:

ফ্রান্সে ফের জঙ্গি হামলার ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রিহানা ৷

#নিস:  ফ্রান্সে ফের জঙ্গি হামলার ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রিহানা ৷ নিসের অ্যালায়েঞ্জ স্টেডিয়ামে পারফর্ম করার কথা ছিল পপ তারকা রিহানার ৷ কিন্তু সেই কনসার্ট বাতিল হয়ে যাওয়ায় জঙ্গি হামলার কবলে পড়ার থেকে বাঁচলেন রিহানা ৷ বৃহস্পতিবার রাতে ঘটনার দিন নিস শহরে থাকলেও তিনি যে সুরক্ষিত, তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন পপ তারকা ৷
জাতীয় দিবস ‘ বাস্তিল ডে’ উপলক্ষে তখন উপচে পড়া ভিড় ফ্রান্সের সমুদ্র সৈকতের নিস শহরে। চলছে আতসবাজি প্রদর্শনী। হঠাৎ ভিড়ের মধ্যে প্রচণ্ড গতিতে ঢুকে পড়ে সাদা রঙের একটি বিশাল ট্রাক। ট্রাকে শুধুমাত্র চালকই ছিলেন। ভিড়ের মধ্যেই প্রচণ্ড গতিতে চালিয়ে দেওয়া হয় ট্রাকটি। অতর্কিত এই হামলায় মূহূর্তে উৎসবের মেজাজ বদলে যায় আতঙ্কে।
advertisement
ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন মানুষজন। চাকার তলায় পিষ্ট হয়ে মারা যান অনেকে। অনেকের দেহ পিষতে পিষতে টেনেহিঁচড়ে প্রায় দু’ কিলোমিটার নিয়ে যায় ট্রাকটি। অনেকে পালানোর চেষ্টাও করেন। হুড়োহুড়িতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
#NiceAttack: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পপ তারকা রিহানা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement