'২৪ ঘণ্টার মধ্যেই দেশে ফিরুন", ট্রাম্পের H-1B ভিসানীতির মাঝেই কর্মীদের বড় নির্দেশ মাইক্রোসফট, মেটার
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতি নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই আবহেই এবার এক নতুন আবেদন করল মাইক্রোসফট, মেটা-সহ একাধিক আন্তর্জাতিক মার্কিন সংস্থা।
ওয়াশিংটন ডিসি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতি নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই আবহেই এবার এক নতুন আবেদন করল মাইক্রোসফট, মেটা-সহ একাধিক আন্তর্জাতিক মার্কিন সংস্থা।
শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাদের H-1B ভিসা রয়েছে তাঁরা যথা শীঘ্র সম্ভব আমেরিকায় ফিরে আসুন। দেশে ফিরে ১৪ দিন থাকার কথা জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই নতুন করে অভিবাসীদের উপর নতুন করে নানান নিয়ম কানুন চাপিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর থেকেই আমেরিকায় থাকা নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তায় আছেন H-1B ভিসা নিয়ে থাকা অভিবাসীরা।
advertisement
advertisement
সংবাদসংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই আমেরিকার বাইরের বিভিন্ন কর্মীদের ই-মেল মারফত আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশে ফিরে আসার কথা জানানো হয়েছে। কারণ ২৪ ঘণ্টা পেরিয়ে গেলে দেশে ঢুকতে সমস্যার সম্মুখীন হতে পারেন অভিবাসীরা। ই মেলে অদূর ভবিষ্যেতর কথা চিন্তা না করে আপাতত ভাবে নিয়ম যথাযোগ্য ভাবে পালন করার কথা বলা হয়েছে।
advertisement
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে এইচ-১বি ভিসা এবং এইচ৪ স্ট্যাটাস যাদের রয়েছে তাঁদের অন্তত পক্ষে দুই সপ্তাহ আমেরিকায় থাকতে। তাই যারা দেশের বাইরে আছেন তাঁদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে ওই কোম্পানির পক্ষ থেকে।
advertisement
অন্যদিকে, মাইক্রোসফটের পক্ষ থেকেও জানানো হয়, দেশের বাইরে যারা আছেন তাঁরা যাতে দ্রুত ফিরে আসেন এবং আপাতত দেশেই থাকেন।
H-1B ভিসা মূলত আমেরিকার তথ্য-প্রযুক্তি কর্মীদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টেক প্রোগ্রাম ম্যানেজার এবং আইটি প্রফেশনালদের দেওয়া হয়। এই ভিসার মেয়াদ তিন বছরের হয়, বাড়িয়ে আরও তিন বছর করা যায়। কিন্তু, গত শুক্রবার সেই মেয়াদ বাড়ানাোর বার্ষিক ফি ১ লক্ষ ডলার করে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর থেকেই শুরু হয় বিতর্ক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 20, 2025 3:01 PM IST
