Crocodile Attack: মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির দেহাংশ পাওয়া গেল ২ টি কুমিরের পেটে!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Crocodile Attack:শুরুর কিছু ক্ষণ পরই কেভিনকে টেনে নিয়ে যায় কুমির
কুইন্সল্যান্ড : মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক অস্ট্রেলীয় ব্যক্তি। তাঁর দেহাংশের অবশিষ্ট পাওয়া গেল দু’টি কুমিরের পেটে। অস্ট্রেলিয়ার পুলিশের তরফে জানানো হয়েছে ৬৫ বছর বয়সি ওই নিহত ব্যক্তি কেভিন ডার্মোডি কুমির উপদ্রুত একটি জলাশয়ে মাছ ধরতে গিয়েছিলেন।
কুইন্সল্যান্ডের উত্তর অংশে লেকফিল্ড জাতীয় উদ্যানে দল বেঁধে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মাছ ধরা শুরুর কিছু ক্ষণ পরই কেভিনকে টেনে নিয়ে যায় কুমির। তাঁর গলায় আর্ত চিৎকারের পরই ভারী কিছু জলে পড়ে যাওয়ার শব্দ পাওয়া যায়৷
advertisement
পরবর্তীতে তাঁর সন্ধান শুরু করে রেঞ্জাররা রাইফেলের গুলিতে দু’টি কুমিরকে হত্যা করেন৷ জানা গিয়েছে কুমির দু’টির দৈর্ঘ্য ১৪ ফিট এবং ৯ ফিট৷ লেকফিল্ড জাতীয় উদ্যানের উচ্চ অংশে তাদের হত্যা করেন শিকারিরা৷ নিহত সরীসৃপদের পেট থেকে মানুষের শরীরে দেহাংশ পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে৷ যিনি মারা গিয়েছেন সেই ব্যক্তি কুইন্সল্যান্ড প্রদেশের লরা এলাকার বাসিন্দা৷ জনবিরল এই অংশে মাত্র ১৩০ জন থাকেন৷
advertisement
কুইন্সল্যান্ড স্টেট ওয়াইল্ডলাইফ আধিকারিক মাইকেল জয়েস জানিয়েছেন বন্যপ্রাণের কাছাকাছি পৌঁছলে সতর্ক থাকতে হবে মানুষকেই৷ তাঁর কথায় ‘‘এটা কুমিরপ্রধান দেশ৷ যদি আপনি জলে নামেন, বিশেষত কুইন্সল্যান্ড প্রদেশের মতো কোনও অঞ্চলে, তাহলে বিশেষভাবে সাবধানী হতেই হবে৷ কারণ কুইন্সল্যান্ড বিখ্যাত কুমির সংরক্ষণের জন্য৷ তাই ধরেই নিতে হবে জলে কুমির থাকবে৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 1:37 PM IST