৭ বছর ধরে রোজ ফ্রেঞ্চ ফ্রাই, সসেজ, দৃষ্টি হারাল কিশোর

Last Updated:

তাঁর চিকিৎসক ডেনিজ অ্যাটন জানান, গত ২ বছরে তাঁর দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে গিয়েছে৷

#ব্রিটেন: অতিরিক্ত জাঙ্ক ফুড খেয়ে চোখ নষ্ট হয়ে গেল কিশোরের৷ ১৭ বছরের ওই কিশোরের চিকিৎসা চলছে ব্রিস্টল আই হাসপাতালে৷ তাঁর চিকিৎসক ডেনিজ অ্যাটন জানান, গত ২ বছরে তাঁর দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে গিয়েছে৷
চিকিৎসকের মতে, দীর্ঘ সময় ধরে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে এমনটা হয়েছে৷ ৭ বছর ধরে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার পর ওর সঙ্গে আমার দেখা হয়৷ এলিমেন্টারি স্কুলে পড়ার সময় থেকেই পাড়ার ফিশ অ্যান্ড চিপসের দোকান থেকে পিঙ্গলস, হোয়াইট ব্রেড, হ্যাম স্লাইস ও সসেজ ছিল তার প্রতিদিনের ডায়েটের অংশ৷ অ্যাটন জানান, শরীরে পুষ্টিকর খাবার না পৌঁছনোর ফলে ওবেসিটি, হার্টের সমস্যা, ক্যানসারের মতো সমস্যা হতে পারে, তেমনই তার প্রভাব পড়ে নার্ভাস সিস্টেমে, নষ্ট হয়ে যেতে পারে দৃষ্টিশক্তি৷
advertisement
তিন বছর আগে অতিরিক্ত ক্লান্তির জন্য তাকে পারিবারিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল৷ ১৪ বছর বয়সে করা শারীরিক পরীক্ষায় ধরা পড়েছিল তার শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি রয়েছে ও ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার সমস্যা রয়েছে৷ ১৫ বছর বয়স থেকে শুরু হয় কানে কম শোনার সমস্যা৷ তারপর ধীরে ধীরে কমতে থাকে দৃষ্টিশক্তি৷ দুবছর ধরে ক্রমাগত দৃষ্টিশক্তি কমতে থাকার পর তাকে আইনত দৃষ্টিহীন ঘোষণা করেন চিকিৎসকরা৷
advertisement
advertisement
পরীক্ষকদের দাবি, শুধু ভিটামিন বি১২-র ঘাটতি নয়, তার হাড়ে ঘাটতি হয়েছে প্রয়োজনীয় মিনারেলেরও৷ শরীরে ভিটামিন ডি, কপার, সেলেনিয়াম কমে যাওয়ার পাশাপাশি বেড়ে গিয়েছে ক্ষতিকারক জিঙ্ক৷
আটন জানান, পুষ্টির অভাব খুবই সাধারণ সমস্যা, কিন্তু পুষ্টির অভাবে দৃষ্টিহীনতা সাধারণ সমস্যা নয়৷ এই বিশেষ ঘটনা বোঝাচ্ছে আমাদের সুস্থ দৃষ্টিশক্তির জন্য উপযুক্ত ডায়েট ও পর্যাপ্ত পুষ্টি কতটা গুরুত্বপূর্ণ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
৭ বছর ধরে রোজ ফ্রেঞ্চ ফ্রাই, সসেজ, দৃষ্টি হারাল কিশোর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement