হঠাৎ করে তীব্র অসুস্থ রানি এলিজাবেথ, পরিজনদের খবর পাঠাতে বললেন চিকিৎসক
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
৯৬ বছরের রানি এলিজাবেথ ইংল্যান্ডের অন্যতম দীর্ঘ সময়ের জন্য দায়িত্বে থাকা শাসক৷
#লন্ডন: হঠাৎ করে তীব্র অসুস্থতার কবলে পড়েছেন রানি এলিজাবেথ ২৷ বাকিংহ্যাম প্যালেসের চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছে, উদ্বেগজনক রয়েছে রানির শারীরিক অবস্থা৷ তাঁকে এখন ২৪ ঘণ্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ পাশাপাশি, পরিবার-পরিজনকে খবর পাঠাতেও নির্দেশ দিয়েছেন রাজপরিবারের চিকিৎসক৷
৯৬ বছরের রানি এলিজাবেথ ইংল্যান্ডের অন্যতম দীর্ঘ সময়ের জন্য দায়িত্বে থাকা শাসক৷ গত বছর অক্টোবর মাস থেকে তিনি নানারকম শারীরিক সমস্যায় ভুগছেন নিয়মিত৷ তাঁরা দাঁড়াতে কষ্ট হচ্ছে পাশাপাশি চলতেও পারছেন না৷ ১৯৫২ সালে রাজা জর্জের পর ইংল্যান্ডের রাজ পরিবারের শীর্ষে বসেছিলেন রানি এলিজাবেথ৷ তিনি সম্প্রতি উদযাপন করেছেন তাঁর রাজত্বকালের ৭০ তম বর্ষ৷
advertisement
advertisement
সম্প্রতি তাঁর শারীরিক অসুস্থতার খবরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ইংল্যান্ডে৷ ইতিমধ্যে রানিকে দেখতে তাঁর চার পুত্র সন্তান প্রিন্স চার্লস, প্রিন্স অ্যানা, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন এডওয়ার্ড রওনা দিয়েছেন বলে খবর৷ বুধবার একটি বৈঠক ছিল তাঁর, সেটিও বাতিল করা হয়েছে৷ বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, চিকিৎসকরা রানির স্বাস্থ্যের অবস্থার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁকে পূর্ণ মাত্রায় চিকিৎসকের নজরদারিতে থাকতে বলা হয়েছে৷ পাশাপাশি, বলা হয়েছে, এখনও তেমন কোনও উল্লেখযোগ্য উন্নতি বা অবনতির ঘটনা ঘটেনি৷ যদি স্বাস্থ্যের অবস্থার দ্রুত পরিবর্তন হয়, তা হলে বুলেটিন জারি করে পুরো বিষয়টি সাধারণ মানুষকে নিশ্চিত ভাবেই জানানো হবে৷
Location :
First Published :
September 08, 2022 7:26 PM IST