Porn Star Death: দুই পুরুষ অভিনেতার সঙ্গে নীল ছবির শ্যুটিং, চরম ঘনিষ্ঠ দৃশ্যে মর্মান্তিক পরিণতি পর্ন তারকার

Last Updated:

ওই দৃশ্যের শ্যুটিংয়ের সময় আনার সঙ্গে আরও দু জন পুরুষ অভিনেতাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন৷

 আনা বেতরিজ পেরেরা্ আলভেজ৷
আনা বেতরিজ পেরেরা্ আলভেজ৷
রিও দি জেনেরিও: নীল ছবির শ্যুটিং করার মাঝেই মর্মান্তিক কাণ্ড৷ হোটেলের ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ২৭ বছর বয়সি পর্ন তারকার৷ মৃত ওই পর্ন অভিনেত্রীর নাম আনা বেতরিজ পেরেরা্ আলভেস৷ তিনি আনা পলি নামেই জনপ্রিয়৷ ওনলিফ্যানস প্ল্যাটফর্মেও পরিচিত মুখ ছিলেন আনা৷
জানা গিয়েছে, গত ২৩ জানুয়ারি ব্রাজিলের রিও দি জেনেরিও-তে৷ বিভিন্ন রিপোর্টে প্রকাশ, ওই হোটেলেই একটি তিনজনকে নিয়ে একটি পর্ন দৃশ্যের শ্যুটিং চলছিল৷ তখনই আচমকা হোটেলের ব্যালকনি থেকে পড়ে যান আনা৷ একটি চরম ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং করার সময়ই আনা দেহের ভারসাম্য হারিয়ে ব্যালকনি থেকে সোজা নীচে গিয়ে পড়েন বলে দ্য ইউএস সান-এ প্রকাশিত হয়েছে৷
advertisement
advertisement
ওই দৃশ্যের শ্যুটিংয়ের সময় আনার সঙ্গে আরও দু জন পুরুষ অভিনেতাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন৷ তবে ওই রিপোর্টে দাবি করা হয়েছে, আনার দুই সহঅভিনেতা এই দুর্ঘটনা নিয়ে যে বয়ান দিয়েছেন তা পরস্পর বিরোধী৷ তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাঁদের ছেড়ে দিয়েছে৷
advertisement
অভিনেত্রীর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে৷ আনার প্রেমিক পেদ্রো হেনরিক জানিয়েছেন, পুলিশ মামলার তদন্ত করছে৷ তাঁর আশা, এই ঘটনার জন্য কেউ দায়ী হলে পুলিশ নিশ্চয়ই তাকে খুঁজে বের করবে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Porn Star Death: দুই পুরুষ অভিনেতার সঙ্গে নীল ছবির শ্যুটিং, চরম ঘনিষ্ঠ দৃশ্যে মর্মান্তিক পরিণতি পর্ন তারকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement