Plane Accident: হঠা‍ৎ বিকট শব্দ, মাঝ আকাশে গোত্তা খেয়ে ২৬,০০০ ফুট নিচে নামল বোয়িং ৭৩৭! যাত্রীদের মধ্যে আতঙ্ক, দেখুন ভিডিও...

Last Updated:

Plane Accident: জাপানগামী বোয়িং ৭৩৭ বিমান মাঝআকাশে ২৬,০০০ ফুট নিচে নেমে আসে। আকাশে বিকট শব্দ ও অক্সিজেন মাস্ক পড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়ায়। পাইলট তারপর যা করল, বিস্তারিত জানুন...

হঠা‍ৎ বিকট শব্দ, মাঝ আকাশে গোত্তা খেয়ে ২৬,০০০ ফুট নিচে নামল বোয়িং ৭৩৭! যাত্রীদের মধ্যে আতঙ্ক, দেখুন ভিডিও...
হঠা‍ৎ বিকট শব্দ, মাঝ আকাশে গোত্তা খেয়ে ২৬,০০০ ফুট নিচে নামল বোয়িং ৭৩৭! যাত্রীদের মধ্যে আতঙ্ক, দেখুন ভিডিও...
টোকিও: জুনের শেষ দিনই ঘটেছে ভয়ঙ্কর ঘটনাটি৷ সন্ধ্যাবেলায় চিনের সাংহাই থেকে জাপানের টোকিওর উদ্দেশ্যে যাত্রা করছিল জাপান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমান (ফ্লাইট JL8696/IJ004)। যাত্রাপথেই ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। যা রীতিমতো উস্কে দেয় আহমেদাবাদে হয়ে যাওয়া ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাটিকে৷ কপাল ভাল, সেভাবে কোনও ক্ষতি হয়নি যাত্রীদের৷
বিমানটি যখন ৩৬,০০০ ফুট উচ্চতায় উড়ছিল, তখন আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং ১০ মিনিটের মধ্যেই বিমানটি প্রায় ২৬,০০০ ফুট নিচে নেমে আসে। কেবিনে অক্সিজেন মাস্ক ঝুলে পড়ে, এয়ার হোস্টেসরা চিৎকার করে যাত্রীদের মাস্ক পরার নির্দেশ দেন। আতঙ্কিত যাত্রীরা কেউ কেউ শেষ ইচ্ছা লিখে ফেলেন, কেউ আবার পরিবারের সঙ্গে শেষবারের মতো ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন।
advertisement
advertisement
পরে বোঝা যায়, বিমানটির প্রেসারাইজেশন সিস্টেমে সমস্যা দেখা দিয়েছিল। পাইলটরা অবিলম্বে ইমারজেন্সি অবতরণের সিদ্ধান্ত নেন। রাত ৮:৫০ নাগাদ বিমানটি সফলভাবে ওসাকা কানসাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করে।
খুব স্বাভাবিক প্রশ্ন, ঘটনায় কারও কিছু ক্ষতি হয়েছে কি না৷ না, কারও শারীরিক দিক থেকে ক্ষতি না হলেও মানসিকভাবে অনেক যাত্রী তীব্র ধাক্কা খান। নিজের ভুল ত্রুটি মেনে নিয়ে যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থাও করে দেওয়া হয়৷ জানা গিয়েছে, প্রত্যেক যাত্রীকে ক্ষতিপূরণ বাবদ ১৫,০০০ ইয়েন (প্রায় ৭,৭০০) এবং হোটেলে এক রাত থাকার ব্যবস্থা করে দেওয়া হয়।
advertisement
এই ঘটনার তদন্ত করছে জাপানের এভিয়েশন কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত জাপান এয়ারলাইন্স বা বোয়িং-এর পক্ষ থেকে সরকারিভাবে কোনও মন্তব্য আসেনি।
এই ঘটনার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন? কিছুদিন আগেই আহমেদাবাদ-লন্ডন রুটে চলা বোয়িং বিমানের ভয়াবহ দুর্ঘটনার কাঁপিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। সেই ফ্লাইটেও মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে মাটিতে আছড়ে পড়েছিল বোয়িং৷ একজন বাদে বাকি সব যাত্রীরাই প্রাণ হারিয়েছিলেন৷
advertisement
advertisement
একাধিক দুর্ঘটনার কারণে বোয়িং-এর নির্মিত বিমানের প্রতি যাত্রীদের আস্থা প্রশ্নের মুখে। বিশেষজ্ঞদের মতে, যদি এমন ঘটনা বারবার ঘটে, তাহলে বৈশ্বিক বিমান নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় সংস্কার জরুরি হয়ে পড়বে। তদন্ত রিপোর্ট প্রকাশ হলে বোঝা যাবে জাপানে হওয়া এই দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া যায়।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Plane Accident: হঠা‍ৎ বিকট শব্দ, মাঝ আকাশে গোত্তা খেয়ে ২৬,০০০ ফুট নিচে নামল বোয়িং ৭৩৭! যাত্রীদের মধ্যে আতঙ্ক, দেখুন ভিডিও...
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement