800 Baby Graves: মাটি খুঁড়তেই মিলল ভয়ঙ্কর জিনিস! সেপটিক ট্যাঙ্কে ৮০০ শিশুর কঙ্কাল, কোথায় জানুন হাড়হিম করা ঘটনাটি...

Last Updated:
800 Baby Graves: তুয়াম শহরে এক প্রাক্তন ক্যাথলিক পরিচালিত অবিবাহিতা মায়েদের হোমে সেপটিক ট্যাঙ্কের নিচে প্রায় ৮০০ শিশুর মরদেহের সন্ধান মিলেছে। শুরু হয়েছে ফরেনসিক তদন্ত, ফাঁস হচ্ছে বহু বছরের গোপন নির্যাতনের ইতিহাস, বিস্তারিত জানুন...
1/9
আয়ারল্যান্ডের একটি সেপটিক ট্যাঙ্কে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে, যেখানে কর্তৃপক্ষের অনুমান অনুযায়ী, প্রায় ৮০০ শিশুর মরদেহ চাপা পড়ে থাকতে পারে। এই শিশুরা একটি
আয়ারল্যান্ডের একটি সেপটিক ট্যাঙ্কে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে, যেখানে কর্তৃপক্ষের অনুমান অনুযায়ী, প্রায় ৮০০ শিশুর মরদেহ চাপা পড়ে থাকতে পারে। এই শিশুরা একটি "আনম্যারিড মাদারস হোম" বা অবিবাহিতা মায়েদের জন্য তৈরি একটি আবাসনে মারা গিয়েছিল, যা পরিচালিত হত ক্যাথলিক সন্ন্যাসিনীদের দ্বারা। Representative Image
advertisement
2/9
স্থানীয় ইতিহাসবিদ ক্যাথরিন করলেস স্কাই নিউজকে জানিয়েছেন, শিশুদের মরদেহ এই আবাসনের ভেতরের একটি সেপটিক ট্যাঙ্ক বা
স্থানীয় ইতিহাসবিদ ক্যাথরিন করলেস স্কাই নিউজকে জানিয়েছেন, শিশুদের মরদেহ এই আবাসনের ভেতরের একটি সেপটিক ট্যাঙ্ক বা "দ্য পিট" নামে পরিচিত গর্তে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা। ১৯২৫ সাল থেকে ১৯৬১ সালের মধ্যে এই প্রতিষ্ঠানে ৭৯৮টি শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে কেবলমাত্র দুটি মরদেহকে কবরস্থানে রাখা হয়েছিল বলে গবেষণায় উঠে এসেছে।
advertisement
3/9
গ্যালওয়ের তুয়াম শহরে অবস্থিত এই প্রাক্তন প্রতিষ্ঠানের নিচে উল্লেখযোগ্য পরিমাণ মানবদেহের চিহ্ন পাওয়া গেছে। ১৯৭২ সালে প্রতিষ্ঠানটি ভেঙে ফেলার পর সেই জমিটি অক্ষত অবস্থায় ছিল।
গ্যালওয়ের তুয়াম শহরে অবস্থিত এই প্রাক্তন প্রতিষ্ঠানের নিচে উল্লেখযোগ্য পরিমাণ মানবদেহের চিহ্ন পাওয়া গেছে। ১৯৭২ সালে প্রতিষ্ঠানটি ভেঙে ফেলার পর সেই জমিটি অক্ষত অবস্থায় ছিল।
advertisement
4/9
১৯৭১ সালে ধ্বংস হয়ে যাওয়া এই বোন সেকুর্স মাদার অ্যান্ড বেবি হোমের নিচেই বাকিদের মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হয়। বর্তমানে ওই জমির আশপাশে একটি আধুনিক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স গড়ে উঠেছে।
১৯৭১ সালে ধ্বংস হয়ে যাওয়া এই বোন সেকুর্স মাদার অ্যান্ড বেবি হোমের নিচেই বাকিদের মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হয়। বর্তমানে ওই জমির আশপাশে একটি আধুনিক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স গড়ে উঠেছে।
advertisement
5/9
এই প্রতিষ্ঠানটি অবিবাহিতা নারীদের মাতৃত্বকালীন সহায়তার জন্য গঠিত হয়েছিল, যেখানে নারীদের এক বছর বিনা পারিশ্রমিকে কাজ করতে হত। সন্তান জন্মানোর পর তাদের শিশুদের আলাদা করে রাখা হত এবং সন্ন্যাসিনীরা তাদের লালন-পালন করত, প্রায়ই পরিবারকে না জানিয়ে তাদের দত্তক দেওয়া হত।
এই প্রতিষ্ঠানটি অবিবাহিতা নারীদের মাতৃত্বকালীন সহায়তার জন্য গঠিত হয়েছিল, যেখানে নারীদের এক বছর বিনা পারিশ্রমিকে কাজ করতে হত। সন্তান জন্মানোর পর তাদের শিশুদের আলাদা করে রাখা হত এবং সন্ন্যাসিনীরা তাদের লালন-পালন করত, প্রায়ই পরিবারকে না জানিয়ে তাদের দত্তক দেওয়া হত।
advertisement
6/9
২০১৪ সালে ক্যাথরিন করলেসের গবেষণায় প্রথম এই ঘটনার ভয়াবহ সত্য উদ্ঘাটিত হয়। তিনি ১৯৭৫ সালে আবিষ্কৃত একটি বন্ধ সেপটিক ট্যাঙ্কের দিকে নির্দেশ করে বলেন, সেখানেই ওই শিশুদের দেহাবশেষ চাপা দেওয়া হয়েছে।
২০১৪ সালে ক্যাথরিন করলেসের গবেষণায় প্রথম এই ঘটনার ভয়াবহ সত্য উদ্ঘাটিত হয়। তিনি ১৯৭৫ সালে আবিষ্কৃত একটি বন্ধ সেপটিক ট্যাঙ্কের দিকে নির্দেশ করে বলেন, সেখানেই ওই শিশুদের দেহাবশেষ চাপা দেওয়া হয়েছে।
advertisement
7/9
এখন, এক দশকেরও বেশি সময় পর, ফরেনসিক দল সেই এলাকায় খোঁড়াখুঁড়ি শুরু করেছে। পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় দুই বছর সময় লাগতে পারে এবং এতে মৃত শিশুদের পরিচয় জানিয়ে সম্মানের সঙ্গে পুনঃসমাধি দেওয়া হবে।
এখন, এক দশকেরও বেশি সময় পর, ফরেনসিক দল সেই এলাকায় খোঁড়াখুঁড়ি শুরু করেছে। পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় দুই বছর সময় লাগতে পারে এবং এতে মৃত শিশুদের পরিচয় জানিয়ে সম্মানের সঙ্গে পুনঃসমাধি দেওয়া হবে।
advertisement
8/9
ভুক্তভোগী অ্যানেট ম্যাককে বলেন, “ওরা বলছে হয়তো কিছুই অবশিষ্ট নেই, হয়তো এক চিমটি হাড়ও পাওয়া যাবে না, কিন্তু তবুও খোঁজ করুক।” তাঁর মা মার্গারেট ও’কনর ১৭ বছর বয়সে ধর্ষণের শিকার হয়ে একটি শিশু জন্ম দেন—যার মৃত্যু হয় মাত্র ছয় মাসেই। একটি সন্ন্যাসিনী এসে তার মায়ের কানে ফিসফিসিয়ে বলেছিল,
ভুক্তভোগী অ্যানেট ম্যাককে বলেন, “ওরা বলছে হয়তো কিছুই অবশিষ্ট নেই, হয়তো এক চিমটি হাড়ও পাওয়া যাবে না, কিন্তু তবুও খোঁজ করুক।” তাঁর মা মার্গারেট ও’কনর ১৭ বছর বয়সে ধর্ষণের শিকার হয়ে একটি শিশু জন্ম দেন—যার মৃত্যু হয় মাত্র ছয় মাসেই। একটি সন্ন্যাসিনী এসে তার মায়ের কানে ফিসফিসিয়ে বলেছিল, "তোমার পাপের সন্তান মারা গেছে।"
advertisement
9/9
এই প্রতিষ্ঠানটি ছিল আয়ারল্যান্ডজুড়ে ছড়িয়ে থাকা একটি দমনমূলক ব্যবস্থার অংশ। যারা একাধিকবার গর্ভবতী হত তাদের ম্যাগডালেন লন্ড্রি নামক আরও নিষ্ঠুর প্রতিষ্ঠানে পাঠানো হত। ২০২২ সালে সরকার ৩২.৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছে ৮১৪ জন জীবিত ভুক্তভোগীকে। কিন্তু যেসব ধর্মীয় প্রতিষ্ঠান এসব চালাত, তারা এখনও পর্যন্ত কোনও ক্ষতিপূরণে অবদান রাখেনি।
এই প্রতিষ্ঠানটি ছিল আয়ারল্যান্ডজুড়ে ছড়িয়ে থাকা একটি দমনমূলক ব্যবস্থার অংশ। যারা একাধিকবার গর্ভবতী হত তাদের ম্যাগডালেন লন্ড্রি নামক আরও নিষ্ঠুর প্রতিষ্ঠানে পাঠানো হত। ২০২২ সালে সরকার ৩২.৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছে ৮১৪ জন জীবিত ভুক্তভোগীকে। কিন্তু যেসব ধর্মীয় প্রতিষ্ঠান এসব চালাত, তারা এখনও পর্যন্ত কোনও ক্ষতিপূরণে অবদান রাখেনি।
advertisement
advertisement
advertisement