Manila Earthquake: সকাল সকাল কেঁপে উঠল মানিলা, ছড়াল আতঙ্ক

Last Updated:

Philippines Earthquake: রিখটার স্কলে যার মাত্রা ছিল ৭.৩৷

#মানিলা:ভয়ঙ্কর ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল উত্তর পিলিপিন্স৷ যার জের ছড়িয়ে পড়ল রাজধানী মানিলায় (Manila, Philippines)৷ বুধবার সকালে কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কলে যার মাত্রা ছিল ৭.৩৷ অর্থাৎ কম্পনের মাত্রা ছিল তীব্র৷ ফিলিপিন্সের লুজন দ্বীপে প্রথম কম্পন অনুভূত হয়৷ যা ছড়িয়ে পড়ে রাজধানী শহর মানিলায়৷ গোটা মানিলা শহর জুড়েই ছড়িয়েছে কম্পনের ভয়াবহতা৷ প্রায় ১০ কিলোমিটার ধরে কম্পনের প্রভাব পড়েছে৷ তবে এখনও ক্ষয় ক্ষতির মাত্রা বোঝা যাচ্ছে না৷ এমনকি কোনও মৃত্যুর ঘটনাও রিপোর্ট হয়নি৷ আফট শকের আশঙ্কা করা হচ্ছে৷
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পের এপিসেন্টার বা উৎসস্থল ১১ কিমি দূরে পূর্ব-দক্ষিণপূর্ব আবরা প্রদেশের ডোলোরস শহর৷
advertisement
জানানো হয়েছে যে কম্পন প্রায় ৩০ সেকেন্ড বা তার থেকে বেশি সময় ধরে চলে৷ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এবং উদ্ধার দল এবার ধীরে ধীরে এগোবে প্রভাবিত এলাকাগুলির দিকে৷ আফটার শকের কারণে অনেকেই বাড়ির বাইরে রয়েছেন৷
advertisement
মানিলা শহরেও তীব্র ভাবে অনুভূত হয় কম্পন৷ ভীড় এবং ব্যস্ত সময় আটকে যায় মেট্রো পরিষেবা৷ মানিলার সেনেট বিল্ডিংটিও খালি করে দেওয়া হয়৷ তবে জানানো হয়েছে যে মানিলায় খুব বেশি ক্ষতি করতে পারেনি ভূমিকম্প৷ যদিও পুরোটাই অনুমান করা হচ্ছে৷ কারণ এখনও এলাকাগুলিতে পৌঁছন সম্ভব হয়নি৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Manila Earthquake: সকাল সকাল কেঁপে উঠল মানিলা, ছড়াল আতঙ্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement