Passenger Open Emergency Door: মাঝ আকাশে এ কী কাণ্ড! দরজা খুলে দিলেন যাত্রী, তারপর...

Last Updated:

বিমান তখন মাঝ আকাশে। আর এমন সময় আচমকা আপৎকালীন দরজা খুলে দিলেন ওই যাত্রী।

সিওল(দক্ষিণ কোরিয়া)  : বিমান তখন মাঝ আকাশে। আর এমন সময় আচমকা আপৎকালীন দরজা খুলে দিলেন ওই যাত্রী। যার ফলে বিপুল পরিমাণে হাওয়া ঢুকতে শুরু করে বিমানে। দরজা দিয়ে প্রবল গতিতে ভিতরে ঢুকতে শুরু করা হাওয়ার  সেই দমচাপা ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে আতঙ্কে স্তম্ভিত নেটদুনিয়া।
ভয়ঙ্কর সেই ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ কোরিয়ার এসিয়ানা এয়ারলাইন্সের একটি বিমানে। কমপক্ষে ২০০ জন যাত্রী নিয়ে ওই এ৩২১-২০০ বিমানটি দেয়্গু আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ঘটনার সময়  মাটি থেকে ৭০০ ফুট উঁচুতে ছিল ওই বিমান।
advertisement
বিমানচালক অবশ্য ওই অবস্থায় প্লেনটি চালিয়ে নিয়ে যান। আর যাত্রীদের নিয়ে নিরাপদেই বিমান অবতরণ করে। যদিও এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।
advertisement
সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার  বিমানটি জেজু দ্বীপ থেকে দেয়গুতে যাচ্ছিল। বিমানের আপৎকালীন দরজার কাছে বসেছিলেন বছর তিরিশের এক যাত্রী। বিমান মাঝ আকাশে থাকা অবস্থায় ওই যাত্রী দরজা খোলার চেষ্টা করেন। অন্য যাত্রীরা তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেও পেরে ওঠেননি।
advertisement
দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ নিউজ এজেন্সি জানিয়েছে, ওই দুর্ঘটনার জেরে অসুস্থ নয় জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেয়গু আন্তর্জাতির বিমানবন্দরেই ওই যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। কেন তিনি দরজা খুললেন, সে ব্যাপারে প্রশ্ন করা হলে পুলিশ আধিকারিকদের ওই যাত্রী জানিয়েছেন, তিনি বিমানের মধ্যে অস্বস্তি বোধ করছিলেন। তাড়াতাড়ি বিমান থেকে নামতে চেয়েছিলেন। তাই আপৎকালীন দরজাটি খুলেছিলেন। যুবকের এই উত্তর শুনে স্তম্ভিত যাত্রীরা।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Passenger Open Emergency Door: মাঝ আকাশে এ কী কাণ্ড! দরজা খুলে দিলেন যাত্রী, তারপর...
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement