corona virus btn
corona virus btn
Loading

করোনা জয়ের পরই সুখবর, পুত্রসন্তানের জন্ম দিলেন বিট্রিশ প্রধানমন্ত্রীর বান্ধবী

করোনা জয়ের পরই সুখবর, পুত্রসন্তানের জন্ম দিলেন বিট্রিশ প্রধানমন্ত্রীর বান্ধবী
বরিস জনসন এবং তাঁর বান্ধবী ক্যারি সিমন্ডস৷ PHOTO- REUTERS

করোনাকে হারিয়ে ফের নিজের কার্যভার গ্রহণ করেছেন জনসন৷ এবার আরও বড় সুখবর এলো তাঁর জন্য৷

  • Share this:
 

#লন্ডন: কয়েকদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন৷ হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে৷ তাঁর শারীরিক অবস্থা নিয়েও একসময়ে যথেষ্ট উৎকন্ঠা তৈরি হয়৷

করোনাকে হারিয়ে ফের নিজের কার্যভার গ্রহণ করেছেন জনসন৷ এবার আরও বড় সুখবর এলো তাঁর জন্য৷ বরিস জনসনের পার্টনার ক্যারি সিমন্ডস একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন৷

ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস থেকে এই খবর জানানো হয়েছে৷ বিবৃতিতে জানানো হয়েছে, এ দিন সকালে লন্ডনের একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যারি৷ মা এবং সন্তান দু' জনেই সুস্থ আছেন৷

৫৫ বছর বয়সি জনসন এবং ৩২ বছর বয়সি সিমন্ডস ফেব্রুয়ারি মাসেই সন্তানের আগমণের খবর জানিয়েছিলেন৷ গত সোমবার থেকে ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন বরিস জনসন৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহেরও বেশি সময় লন্ডনের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ আইসিইউ-তেও রাখতে হয় তাঁকে৷

 
First published: April 29, 2020, 3:53 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर