Shehbaz Sharif | Viral Video: শেহবাজ শরিফের এই এক অভ্যাস, হাসির খোরাক নতুন পাক প্রধানমন্ত্রী! দেখেছেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Shehbaz Sharif | Viral Video: প্রধানমন্ত্রীর চেয়ারে বসা মাত্রই শেহবাজের পুরনো কিছু ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখে অনেকেই বলছেন, এই প্রধানমন্ত্রী কি নতুন পাকিস্তান গড়তে পারবেন?
#ইসলামাবাদ: পাকিস্তানে ইমরান খানের বিদায়। আর তাঁর জায়গায় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ পার্টির নেতা শেহবাজ শরিফ নতুন ওয়াজির-ই-আজম হয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে সেভাবে পরিচিতি না থাকলেও শেহবাজ পাকিস্তানের রাজনীতির একজন পোড় খাওয়া ব্যক্তিত্ব। আর প্রধানমন্ত্রীর চেয়ারে বসা মাত্রই শেহবাজের পুরনো কিছু ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখে অনেকেই বলছেন, এই প্রধানমন্ত্রী কি নতুন পাকিস্তান গড়তে পারবেন?
কী সেই ভিডিও? হাস্যকর সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ভাষণ দিতে দিতে অবচেতন মনেই মঞ্চ থেকে মাইক ফেলে দিচ্ছেন শেহবাজ। মজার বিষয় হল, শেহবাজের এই অভ্যাসের কারণেই পাকিস্তানে তাঁকে ‘মাইক তোড়’ নেতা নাম দেওয়া হয়েছে।
Entertainment will continue in Pakistan. Meet Shahbaz Sharif Next PM of Pakistan & his Highly Entertaining Hand Movements 😂😂 #ShahbazSharif #ImranKhan pic.twitter.com/8jSGMsTUDz
— Rosy (@rose_k01) April 9, 2022
advertisement
advertisement
প্রসঙ্গত, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শেহবাজ শরিফের নাম উঠে আসতেই তাঁর বক্তৃতার পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিওগুলিতেই একাধিকবার তাঁকে মাইক ভাঙতে দেখা গিয়েছে। বক্তৃতার সময় শেহবাজ এতটাই উত্তেজিত হন যে মঞ্চের মাইক পর্যন্ত ভেঙে দেন।
শেহবাজের সেই ভিডিও দেখে এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘বিনোদোনের এখনও কোনও খামতি হবে না পাকিস্তানে।’ অপর এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘মাইক তোড় পারফর্ম্যান্স।’ রবিবারই আনুষ্ঠানিক ভাবে শেহবাজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেছে নিয়েছিল পাকিস্তানের বিরোধী দলগুলি।
advertisement
ইমরান খান গদিচ্যুত হতেই যে শেহবাজ শরিফই পাক প্রধানমন্ত্রী হবেন, তা একপ্রকার নিশ্চিত ছিল। শুধু আনুষ্ঠানিকতার দেরি ছিল। রবিবারই সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পাকিস্তানের বিরোধী দলগুলি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 12, 2022 4:52 PM IST