West Bengal News: পাইকরে এ কী উদ্ধার হল! জোরকদমে পাড়ায় পাড়ায় তল্লাশি পুলিশের

Last Updated:

West Bengal News: তিনি মৃতের পরিবারদের সঙ্গে দেখা করেন ও সাহায্যের হাত বাড়িয়ে দেন । সঙ্গেসঙ্গে সক্রিয় হতে নির্দেশ দেন জেলা পুলিশকে ।

কী মিলল ?
কী মিলল ?
#বীরভূম: বগটুইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর দারুন সক্রিয় ভূমিকা জেলা পুলিশের । রামপুরহাটের বগটুই গ্রামে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা । বোমা মেরে খুন করা হয় উপপ্রধান ভাদু শেখকে । ঠিক তারপরই বগটুইয়ের একাধিক বাড়িতে লাগিয়ে দেওয়া হয় আগুন । মৃত্যু হয় অনেক মানুষের । ঠিক তারপরই মৃত পরিবারের পাশে দাঁড়াতে বগটুই গ্রামে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি মৃতের পরিবারদের সঙ্গে দেখা করেন ও সাহায্যের হাত বাড়িয়ে দেন । সঙ্গেসঙ্গে সক্রিয় হতে নির্দেশ দেন জেলা পুলিশকে ।
তিনি বলেন এই ঘটনার পর যেখানে যেখানে লুকোনো বোমা কিংবা অস্ত্র রয়েছে তদন্ত চালিয়ে যাতে কিছুদিনের মধ্যেই সমস্ত কিছু বাজেয়াপ্ত করে পুলিশ । আর ঠিক এই নির্দেশ পেতেই আবারও সক্রিয় হয়ে ওঠে বীরভূম জেলা পুলিশ । বিভিন্ন জায়গায় শুরু করে তদন্ত । আর এই তদন্তের জেরেই বীরভূমের একাধিক জায়গা থেকে উদ্ধার হয় তাজা বোমা । পরবর্তীতে সেই বোমা নিষ্ক্রিয় করে বোম স্কোয়াট । যেমন জেলা পুলিশের তৎপরতায় মুরারই , দুবরাজপুর , রামপুরহাট এছাড়াও বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমানে বোমা উদ্ধার করে পুলিশ । তারপর সেগুলি ফাঁকা জায়গায় করা হয় নিষ্ক্রিয় ।
advertisement
advertisement
তবে এবার ৩০ টি তাজা বোমা উদ্ধার করে বীরভূমের পাইকর থানার পুলিশ। পাইকর থানা এলাকার অন্তর্গত পঞ্চহর ও কুলরা যাওয়ার রাস্তার একটি কালভার্টের নীচে তিনটি প্লাস্টিকের বালতির মধ্যে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিলো বোমা গুলি । ওই এলাকায় মাঠে কাজ করতে আসা স্থানীয় কৃষকদের নজরে আসে বালতির মধ্যে থাকা বোমা গুলি । তারপর তারা খবর দেয় পাইকর থানার পুলিশকে ।
advertisement
এই খবর পেতেই তৎক্ষণাৎ পাইকর থানার ওসি অরূপ দত্তের  নেতৃত্বে ওই এলাকায় পৌঁছায় পাইকর থানার পুলিশ ও সঙ্গে সঙ্গে ঘিরে ফেলেন ওই এলাকাটি । তার পরিবর্রিতে পুলিশ খবর দেন বোম স্কোয়াডে । বোম স্কোয়াডের সদস্যরা এসে ওই বোমা গুলি নিষ্ক্রিয় করে আতঙ্ক মুক্ত করে ওই এলাকার মানুষদের ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: পাইকরে এ কী উদ্ধার হল! জোরকদমে পাড়ায় পাড়ায় তল্লাশি পুলিশের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement