West Bengal News: পাইকরে এ কী উদ্ধার হল! জোরকদমে পাড়ায় পাড়ায় তল্লাশি পুলিশের

Last Updated:

West Bengal News: তিনি মৃতের পরিবারদের সঙ্গে দেখা করেন ও সাহায্যের হাত বাড়িয়ে দেন । সঙ্গেসঙ্গে সক্রিয় হতে নির্দেশ দেন জেলা পুলিশকে ।

কী মিলল ?
কী মিলল ?
#বীরভূম: বগটুইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর দারুন সক্রিয় ভূমিকা জেলা পুলিশের । রামপুরহাটের বগটুই গ্রামে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা । বোমা মেরে খুন করা হয় উপপ্রধান ভাদু শেখকে । ঠিক তারপরই বগটুইয়ের একাধিক বাড়িতে লাগিয়ে দেওয়া হয় আগুন । মৃত্যু হয় অনেক মানুষের । ঠিক তারপরই মৃত পরিবারের পাশে দাঁড়াতে বগটুই গ্রামে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি মৃতের পরিবারদের সঙ্গে দেখা করেন ও সাহায্যের হাত বাড়িয়ে দেন । সঙ্গেসঙ্গে সক্রিয় হতে নির্দেশ দেন জেলা পুলিশকে ।
তিনি বলেন এই ঘটনার পর যেখানে যেখানে লুকোনো বোমা কিংবা অস্ত্র রয়েছে তদন্ত চালিয়ে যাতে কিছুদিনের মধ্যেই সমস্ত কিছু বাজেয়াপ্ত করে পুলিশ । আর ঠিক এই নির্দেশ পেতেই আবারও সক্রিয় হয়ে ওঠে বীরভূম জেলা পুলিশ । বিভিন্ন জায়গায় শুরু করে তদন্ত । আর এই তদন্তের জেরেই বীরভূমের একাধিক জায়গা থেকে উদ্ধার হয় তাজা বোমা । পরবর্তীতে সেই বোমা নিষ্ক্রিয় করে বোম স্কোয়াট । যেমন জেলা পুলিশের তৎপরতায় মুরারই , দুবরাজপুর , রামপুরহাট এছাড়াও বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমানে বোমা উদ্ধার করে পুলিশ । তারপর সেগুলি ফাঁকা জায়গায় করা হয় নিষ্ক্রিয় ।
advertisement
advertisement
তবে এবার ৩০ টি তাজা বোমা উদ্ধার করে বীরভূমের পাইকর থানার পুলিশ। পাইকর থানা এলাকার অন্তর্গত পঞ্চহর ও কুলরা যাওয়ার রাস্তার একটি কালভার্টের নীচে তিনটি প্লাস্টিকের বালতির মধ্যে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিলো বোমা গুলি । ওই এলাকায় মাঠে কাজ করতে আসা স্থানীয় কৃষকদের নজরে আসে বালতির মধ্যে থাকা বোমা গুলি । তারপর তারা খবর দেয় পাইকর থানার পুলিশকে ।
advertisement
এই খবর পেতেই তৎক্ষণাৎ পাইকর থানার ওসি অরূপ দত্তের  নেতৃত্বে ওই এলাকায় পৌঁছায় পাইকর থানার পুলিশ ও সঙ্গে সঙ্গে ঘিরে ফেলেন ওই এলাকাটি । তার পরিবর্রিতে পুলিশ খবর দেন বোম স্কোয়াডে । বোম স্কোয়াডের সদস্যরা এসে ওই বোমা গুলি নিষ্ক্রিয় করে আতঙ্ক মুক্ত করে ওই এলাকার মানুষদের ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: পাইকরে এ কী উদ্ধার হল! জোরকদমে পাড়ায় পাড়ায় তল্লাশি পুলিশের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement