পাকিস্তান: ডাক্তারি পরীক্ষার জন্য ২৫ হাজার, ময়নাতদন্তের জন্য ৫ হাজার দিতে হবে ধর্ষিতাকেই

Last Updated:

মৃতদেহ সংরক্ষণের জন্যও ফ্রিজারের ভাড়া নেওয়া হয় অভিযোগকারীর থেকেই । একদিনের ভাড়া ১৫০০ টাকা । ডিএনএ টেস্টের জন্য নেওয়া হয় ১৮ হাজার টাকা ।

#পেশওয়ার: আজব নিয়ম পাকিস্তানে! ধর্ষিতা মহিলাকেই নিজের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য গ্যাঁটের কড়ি খরচ করতে হবে । সম্প্রতি পুলিশের তরফে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে পেশওয়ারের এক ধর্ষিতা মহিলাকে ।
খাইবার মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগের তরফে ওই মহিলার সমস্ত ডাক্তারি পরীক্ষার জন্য ২৫ হাজার টাকা এবং ময়নাতদন্তের জন্য ৫ হাজার টাকা চাওয়া হয়েছে । সংবাদ মাধ্যমে ওই মহিলা জানিয়েছেন, অর্থের অপ্রতুলতার কারণে পাকিস্তানে অভিযোগকারীর থেকেই তদন্তের সমস্ত ব্যয়ভার আদায় করার ঘটনা খুবই নিয়মিত ঘটনা । শুধু ডাক্তারি পরীক্ষাই নয়, তদন্ত চালাতে গেলে পুলিশের যাতায়াতের খরচ, জ্বালানি তেলের খরচও চাওয়া হয় অভিযোগকারীর কাছেই ।
advertisement
নির্যাতিতা আরও জানান, কোনও অভিযোগ নিয়ে পুলিশের কাছে গেলে তা সাদরে গ্রহণ করা হয় না । অনেক সময় মৃতদেহ সংরক্ষণের জন্যও ফ্রিজারের ভাড়া নেওয়া হয় অভিযোগকারীর থেকেই । একদিনের ভাড়া ১৫০০ টাকা । ডিএনএ টেস্টের জন্য নেওয়া হয় ১৮ হাজার টাকা ।
advertisement
স্থানীয় এক সমাজকর্মী জানালেন, পেশওয়ার জেলায় ময়নাতদন্তের জন্য ৫ হাজার টাকা নেওয়া হয় । অন্য জেলা স্থানান্তর করলে সেই দামটাই বেড়ে দাঁড়ায় ২৫ হাজার টাকা । পিতৃত্বের পরীক্ষা করতে দাম পড়ে ২০ হাজার টাকা । এই সবটাই দিতে হয় অভিযোগকারীকেই । ড্রাগ পরীক্ষার জন্য ৩ হাজার, অ্যালকোহল পরীক্ষার জন্য দিতে হয় ২ হাজার টাকা । শরীরে বিষ প্রয়োগ হয়েছিল কিনা তা পরীক্ষা করতে গুণতে হয় ৪ হাজার টাকা ।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
পাকিস্তান: ডাক্তারি পরীক্ষার জন্য ২৫ হাজার, ময়নাতদন্তের জন্য ৫ হাজার দিতে হবে ধর্ষিতাকেই
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement