পাকিস্তান: ডাক্তারি পরীক্ষার জন্য ২৫ হাজার, ময়নাতদন্তের জন্য ৫ হাজার দিতে হবে ধর্ষিতাকেই
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
মৃতদেহ সংরক্ষণের জন্যও ফ্রিজারের ভাড়া নেওয়া হয় অভিযোগকারীর থেকেই । একদিনের ভাড়া ১৫০০ টাকা । ডিএনএ টেস্টের জন্য নেওয়া হয় ১৮ হাজার টাকা ।
#পেশওয়ার: আজব নিয়ম পাকিস্তানে! ধর্ষিতা মহিলাকেই নিজের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য গ্যাঁটের কড়ি খরচ করতে হবে । সম্প্রতি পুলিশের তরফে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে পেশওয়ারের এক ধর্ষিতা মহিলাকে ।
খাইবার মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগের তরফে ওই মহিলার সমস্ত ডাক্তারি পরীক্ষার জন্য ২৫ হাজার টাকা এবং ময়নাতদন্তের জন্য ৫ হাজার টাকা চাওয়া হয়েছে । সংবাদ মাধ্যমে ওই মহিলা জানিয়েছেন, অর্থের অপ্রতুলতার কারণে পাকিস্তানে অভিযোগকারীর থেকেই তদন্তের সমস্ত ব্যয়ভার আদায় করার ঘটনা খুবই নিয়মিত ঘটনা । শুধু ডাক্তারি পরীক্ষাই নয়, তদন্ত চালাতে গেলে পুলিশের যাতায়াতের খরচ, জ্বালানি তেলের খরচও চাওয়া হয় অভিযোগকারীর কাছেই ।
advertisement
নির্যাতিতা আরও জানান, কোনও অভিযোগ নিয়ে পুলিশের কাছে গেলে তা সাদরে গ্রহণ করা হয় না । অনেক সময় মৃতদেহ সংরক্ষণের জন্যও ফ্রিজারের ভাড়া নেওয়া হয় অভিযোগকারীর থেকেই । একদিনের ভাড়া ১৫০০ টাকা । ডিএনএ টেস্টের জন্য নেওয়া হয় ১৮ হাজার টাকা ।
advertisement
স্থানীয় এক সমাজকর্মী জানালেন, পেশওয়ার জেলায় ময়নাতদন্তের জন্য ৫ হাজার টাকা নেওয়া হয় । অন্য জেলা স্থানান্তর করলে সেই দামটাই বেড়ে দাঁড়ায় ২৫ হাজার টাকা । পিতৃত্বের পরীক্ষা করতে দাম পড়ে ২০ হাজার টাকা । এই সবটাই দিতে হয় অভিযোগকারীকেই । ড্রাগ পরীক্ষার জন্য ৩ হাজার, অ্যালকোহল পরীক্ষার জন্য দিতে হয় ২ হাজার টাকা । শরীরে বিষ প্রয়োগ হয়েছিল কিনা তা পরীক্ষা করতে গুণতে হয় ৪ হাজার টাকা ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 21, 2021 9:43 AM IST