এবার পাকিস্তান ছাড়তে পারবেন না লস্কর প্রধান হাফিজ

Last Updated:

সোমবারই সামনে এসেছিল পাকিস্তানে ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী লস্কর প্রধান হাফিজ সইদের গৃহবন্দি হওয়ার খবর ৷

#ইসলামাবাদ: সোমবারই সামনে এসেছিল পাকিস্তানে ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী লস্কর প্রধান হাফিজ সইদের গৃহবন্দি হওয়ার খবর ৷ এবার পাক স্বরাষ্ট্রমন্ত্রক রাষ্ট্রপুঞ্জের ঘোষিত সন্ত্রাসবাদী হাফিজ সইদের পাকিস্তানের বাইরে সফরে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করল ৷ অর্থাৎ পাকিস্তানের অন্দরেই বন্দি থাকবেন লস্কর প্রধান ৷
মনে করা হচ্ছে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়েই এই কড়া পদক্ষেপ নিল ইসলামাবাদ ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সমস্ত তদন্তকারী সংস্থাকে চিঠি পাঠিয়ে হাফিজের দেশের বাইরে বেরনোর নিষেধাজ্ঞা সম্পর্কে জানানো হয়েছে ৷ বলা হয়েছে, সন্ত্রাস দমন আইনের আওতায় তাঁকে গৃহবন্দি করা হয়েছে ৷ সমস্ত অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না সইদ হাফিজ ৷ অদূর ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী খুররম দস্তগির। এছাড়াও জামাত-উদ-দাওয়া এবং ফালাহ-ই-ইনসানিয়ত-এর আরও কয়েকজন মাথাকেও গ্রেফতার করা হতে পারে ৷ লস্কর প্রধান হাফিজ ছাড়াও ইসলামাবাদের এক্সিজ কন্ট্রোল তালিকায় আর ৩৮ জনের নাম রয়েছে ৷
advertisement
হাফিজের প্রতি সরকারের এমন কড়া মনোভাবে অসন্তুষ্ট জামাত পন্থীরা ৷ লস্কর প্রধানের মুক্তির দাবিতে ক্ষোভ জমা হচ্ছে জামাত অনুসরণকারীদের মধ্যে ৷
advertisement
সোমবার পাকিস্তান সংবাদমাধ্যমে জানানো হয় ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী ও জামাত-উদ-দাওয়ার শীর্ষ নেতাকে গৃহবন্দি করা হয়েছে ৷ একইসঙ্গে বলা হয়, খুব শীঘ্রই পাকিস্তানে নিষিদ্ধ হতে চলেছে জামাত-উদ-দাওয়া ৷
advertisement
ক্ষমতায় আসার পর বিশ্বের সাতটি মুসলিম অধ্যুষিত দেশের শরণার্থীদের মার্কিন মুলুকে প্রবেশ নিষিদ্ধ বলে জানিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প ৷ হোয়াইট হাউসের অন্দরের খবর, খুব তাড়াতাড়িই অভিবাসন নিষিদ্ধকরণ তালিকায় অষ্টম দেশ হিসেবে ঢুকতে চলেছে পাকিস্তানের নাম ৷ এরপরই তড়িঘড়ি এমন সিদ্ধান্ত শরিফ সরকারের ৷
২৬ নভেম্বর মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলা চালানো ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলা চালানোর অভিযোগ রয়েছে হাফিজ সইদের বিরুদ্ধে । অনেক আগেই হাফিজকে আন্তর্জাতিক জঙ্গি আখ্যা দিয়েছে রাষ্ট্রপুঞ্জ।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
এবার পাকিস্তান ছাড়তে পারবেন না লস্কর প্রধান হাফিজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement