#ইসলামাবাদ: সোমবারই সামনে এসেছিল পাকিস্তানে ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী লস্কর প্রধান হাফিজ সইদের গৃহবন্দি হওয়ার খবর ৷ এবার পাক স্বরাষ্ট্রমন্ত্রক রাষ্ট্রপুঞ্জের ঘোষিত সন্ত্রাসবাদী হাফিজ সইদের পাকিস্তানের বাইরে সফরে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করল ৷ অর্থাৎ পাকিস্তানের অন্দরেই বন্দি থাকবেন লস্কর প্রধান ৷
মনে করা হচ্ছে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়েই এই কড়া পদক্ষেপ নিল ইসলামাবাদ ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সমস্ত তদন্তকারী সংস্থাকে চিঠি পাঠিয়ে হাফিজের দেশের বাইরে বেরনোর নিষেধাজ্ঞা সম্পর্কে জানানো হয়েছে ৷ বলা হয়েছে, সন্ত্রাস দমন আইনের আওতায় তাঁকে গৃহবন্দি করা হয়েছে ৷ সমস্ত অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না সইদ হাফিজ ৷ অদূর ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী খুররম দস্তগির। এছাড়াও জামাত-উদ-দাওয়া এবং ফালাহ-ই-ইনসানিয়ত-এর আরও কয়েকজন মাথাকেও গ্রেফতার করা হতে পারে ৷ লস্কর প্রধান হাফিজ ছাড়াও ইসলামাবাদের এক্সিজ কন্ট্রোল তালিকায় আর ৩৮ জনের নাম রয়েছে ৷
হাফিজের প্রতি সরকারের এমন কড়া মনোভাবে অসন্তুষ্ট জামাত পন্থীরা ৷ লস্কর প্রধানের মুক্তির দাবিতে ক্ষোভ জমা হচ্ছে জামাত অনুসরণকারীদের মধ্যে ৷
সোমবার পাকিস্তান সংবাদমাধ্যমে জানানো হয় ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী ও জামাত-উদ-দাওয়ার শীর্ষ নেতাকে গৃহবন্দি করা হয়েছে ৷ একইসঙ্গে বলা হয়, খুব শীঘ্রই পাকিস্তানে নিষিদ্ধ হতে চলেছে জামাত-উদ-দাওয়া ৷
ক্ষমতায় আসার পর বিশ্বের সাতটি মুসলিম অধ্যুষিত দেশের শরণার্থীদের মার্কিন মুলুকে প্রবেশ নিষিদ্ধ বলে জানিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প ৷ হোয়াইট হাউসের অন্দরের খবর, খুব তাড়াতাড়িই অভিবাসন নিষিদ্ধকরণ তালিকায় অষ্টম দেশ হিসেবে ঢুকতে চলেছে পাকিস্তানের নাম ৷ এরপরই তড়িঘড়ি এমন সিদ্ধান্ত শরিফ সরকারের ৷
২৬ নভেম্বর মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলা চালানো ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলা চালানোর অভিযোগ রয়েছে হাফিজ সইদের বিরুদ্ধে । অনেক আগেই হাফিজকে আন্তর্জাতিক জঙ্গি আখ্যা দিয়েছে রাষ্ট্রপুঞ্জ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hafiz saeed, HAFIZ SAEED ARRESTED, House Arrested, Pakisthan