India Pakistan Trade Halt: জল বন্ধ, ওষুধেরও আকাল দেখা দেবে পাকিস্তানে? ভারতকে প্যাঁচে ফেলতে গিয়ে মহাসঙ্কটে ইসলামাবাদ

Last Updated:
দু দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে৷ ছবি- রয়টার্স৷
দু দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে৷ ছবি- রয়টার্স৷
করাচি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি রদ করেছিল ভারত৷ এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সঙ্গে সমস্ত ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধের ঘোষণা করে দেয় ইসলামাবাদ৷ পাক সরকারের এই ঘোষণাতেই এখন নয়া সঙ্কটের মুখে পাকিস্তান৷ সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, ভারতের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ থাকলে ওষুধ সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানে৷
ওষুধ সঙ্কটের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, এমন আশঙ্কায় এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে ড্রাগ রেগুলেটরি অথোরিটি অফ পাকিস্তান বা ডিআরএপি৷ সেদেশের প্রথমসারির সংবাদমাধ্যম জিও নিউজই এমন দাবি করেছে৷ ভারতের থেকে ওষুধ অথবা ওষুধ তৈরির কাঁচামাল সরবরাহ বন্ধ হলে বিকল্প কোন কোন দেশ থেকে তা আমদানি করা সম্ভব, সেই খোঁজখবর নেওয়াও শুরু হয়েছে৷
advertisement
advertisement
বর্তমানে পাকিস্তানে যে ওষুধ তৈরি হয় তার ৩০ থেকে ৪০ শতাংশ কাঁচামালই ভারত থেকে যায়৷ এর মধ্যে রয়েছে ওষুধ তৈরির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এপিআই৷ ডিআরএপি-র এক শীর্ষ কর্তা বলেন, ২০১৯ সালে আমাদের এই ধরনের সমস্যায় পড়তে হয়েছিল৷ সেই অভিজ্ঞতা থেকেই আমরা এবার আগেভাগে প্রস্তুত থাকতে চাইছি৷ বিকল্প কোন কোন জায়গা থেকে এই ঘাটতি পূরণ করা সম্ভব, তা খতিয়ে দেখা হচ্ছে৷ ওষুধের ঘাটতি মেটাতে ভারতের বিকল্প হিসেবে চিন, রাশিয়া ছাড়াও ইউরোপের অন্যান্য কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে৷
advertisement
মূলত কুকুরে কামড়ানোর প্রতিষেধক, সাপে কামড়ানোর চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টি ভেনম ইঞ্জেকশন, ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন থেরাপি, রোগ নির্ণয় করার জন্য পরীক্ষা নিরীক্ষায় ব্যবহৃত চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত জোগান নিয়েই এখন চিন্তিত পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রক সর্বোচ্চ সংস্থা ডিআরএপি৷
পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য পরিষেবা মন্ত্রকের এক শীর্ষ কর্তা পরিচয় গোপন রাখার শর্তে বলেন, ‘ভারত থেকে আমরা ওষুধ তৈরির ৩০ থেকে ৪০ শতাংশ কাঁচামাল আমদানি করি৷ এ ছাড়াও ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন থেরাপি, পরীক্ষা নিরীক্ষার সামগ্রী, বিভিন্ন ধরনের ভ্যাকসিন, জলাতঙ্কর প্রতিষেধক, অ্যান্টি স্নেক ভেনম আমরা ভারত থেকে আমদানি করি৷’
advertisement
পাক সরকার ভারতের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধের ঘোষণা করেছে৷ কিন্তু ওষুধ বা চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে কি না, তা এখনও স্পষ্ট নয়৷ পাকিস্তানের ওষুধ বিক্রেতাদের আশঙ্কা, ভারত থেকে আমদানি বন্ধ হলে পাকিস্তানে সত্যিই ওষুধ, ইঞ্জেকশন, ভ্যাকসিনের মতো জরুরি প্রয়োজনে ব্যবহৃত সরঞ্জামের আকাল দেখা দেবে৷
পাকিস্তানে এমনিতেই ওষুধের কালোবাজারি চলে৷ আফগানিস্তান, ইরান সীমান্ত হয়ে অথবা দুবাই হয়ে পাকিস্তানে বেআইনি পথে অনুমোদনহীন বিভিন্ন ওষুধ ঢোকে৷ ভারতের থেকে সরবরাহ বন্ধ হলে এই কালোবাজারি এবং বেআইনি ওষুধের ব্যবহার আরও বাড়বে৷
advertisement
পরিস্থিতি আন্দাজ করে শনিবারই ওষুধ শিল্পের সঙ্গে যুক্তদের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ রওনা দিয়েছে৷ ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের আমদানিকে বাণিজ্যিক লেনদেনে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়, পাক সরকারের কাছে সেই অনুরোধই করতে চান ওই প্রতিনিধিরা৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
India Pakistan Trade Halt: জল বন্ধ, ওষুধেরও আকাল দেখা দেবে পাকিস্তানে? ভারতকে প্যাঁচে ফেলতে গিয়ে মহাসঙ্কটে ইসলামাবাদ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement