জঙ্গি সংগঠন জইশ-এর সঙ্গে কথা বলছে ইসলামাবাদ, দাবি পাক বিদেশমন্ত্রীর

Last Updated:

পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি বিবিসি-কে জানিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তান কোনও ব্যবস্থা নেয়নি, এই দাবি মিথ্যে৷ ইসলামাবাদ মাসুদ আজহার ও জইশ ই মহম্মদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা চালাচ্ছে৷

#ইসলামাবাদ: জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদ পাকিস্তানেই রয়েছে বলে শুক্রবারই জানিয়েছিল পাকিস্তান৷ বিশ্বের প্রবল চাপে শনিবার পাক সরকার জানাল, জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছে পাকিস্তান৷
পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি বিবিসি-কে জানিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তান কোনও ব্যবস্থা নেয়নি, এই দাবি মিথ্যে৷ ইসলামাবাদ মাসুদ আজহার ও জইশ ই মহম্মদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা চালাচ্ছে৷ তাঁর আরও দাবি, পুলওয়ামা হামলায় জইশ নাকি জানিয়েছে, তারা এই হামলায় যুক্ত নয়৷ কোথাও একটা ধন্দ রয়ে গিয়েছে৷ ধোঁয়াশা রয়েছে৷ যদিও পুলওয়ামা হামলার পর রীতিমতো বিবৃতি দিয়ে জইশ জানায়, তারাই এই হামলা ঘটিয়েছে৷
advertisement
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর জইশ মুখপাত্র মহম্মদ হাসান জানায়, প্রচুর সেনার মৃত্যু হয়েছে৷ সেনার গাড়িগুলিও ধ্বংস হয়ে গিয়েছে৷ কিন্তু পাক বিদেশমন্ত্রীর দাবি, পুলওয়ামা হামলায় জইশ-এর হাত রয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়৷ কারণ, তথ্যপ্রমাণে অনেক অসঙ্গতি রয়েছে৷ কী ধরনের অসঙ্গতি? কুরেশির বক্তব্য, জইশ নেতৃত্বের সঙ্গে আমরা কতা বলেছি৷ ওরা বলছে, ওরা এই হামলা চালায়নি৷
advertisement
advertisement
তা হলে পুলওয়ামা হামলা চালাল কারা? পাক বিদেশমন্ত্রকের দাবি, ভারতেরই লোক এই হামলায় যুক্ত৷ ভারতের জনগণ তাদের চেনে৷ মাসুদ আজহারকে তা হলে কি গ্রেফতার করবে না পাকিস্তান? কুরেশির দাবি, আগে ভারত প্রমাণ দিক, মাসুদ আজহার ও জইশ পুলওয়ামা হামলায় জড়িত, তারপরেই পাক ব্যবস্থা নেবে৷
আরও ভিডিও: ইউসুফের নেতৃত্বেই হয়েছিল পুলওয়ামার ছক, বালাকোট হামলার মূল লক্ষ্যও ছিল সে
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
জঙ্গি সংগঠন জইশ-এর সঙ্গে কথা বলছে ইসলামাবাদ, দাবি পাক বিদেশমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement