পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজছে বাংলাদেশ! কড়া হাসিনা সরকার, তোলপাড় ওপার বাংলা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Padma Setu: জানা গিয়েছে, পদ্মা সেতুর এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানোর জন্য একটি খসড়াও তৈরি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
#ঢাকা: পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অসত্য তথ্য সৃষ্টির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে তৎপর বাংলাদেশ সরকার। ষড়যন্ত্রকারীদের খুঁজতে তদন্ত কমিশন গঠন করতে উদ্যোগ নিল সে দেশের সরকার। হাইকোর্টের নির্দেশে কর্মরত বা অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে ‘কমিশন অব ইনকোয়ারি (তদন্ত কমিশন)’ গঠনের উদ্যোগ নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
জানা গিয়েছে, এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানোর জন্য একটি খসড়াও তৈরি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে গত ২৮ জুন বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ তদন্ত কমিশন গঠনের বিষয়ে নির্দেশ দিয়েছিল।
advertisement
advertisement
জানা গিয়েছে, তাদের তৈরি খসড়ায় হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে বলা হয়, ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের বিচারের দাবি সংক্রান্ত বিষয়ে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন নজরে এনে হাইকোর্ট ওই বছরের ১৫ ফেব্রুয়ারি স্বতঃপ্রণোদিত রুল জারি করে।
advertisement
পদ্মা সেতুর নির্মাণ চুক্তি সংক্রান্ত অসত্য তথ্য ছড়িয়ে সরকারের বিরুদ্ধে যড়যন্ত্রের নেপথ্যের প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করার জন্য তদন্ত কমিশন গঠনের আদেশ কেন দেওয়া হবে না, সেই মর্মে রুলটি জারি করা হয়। গত ২৮ জুন ওই মামলার রায় ঘোষণা করা হয়। এবার কমিশন গঠন করে সেই ষড়যন্ত্রকারীদেরই খুঁজে বের করতে চাইছে হাসিনা সরকার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2022 3:34 PM IST