অস্কার ২০১৭: দেখে নিন এবারের অস্কারের লড়াইয়ে কোন কোন ছবি

Last Updated:

৮৯ তম অ্যাকাডেমি পুরস্কারে এবার কোন ছবি বাজিমাত করবে, কোন নায়ক ও নায়িকার হাতে উঠবহে অস্কার ৷ তা জানা যাবে ২৬

#নিউ ইয়র্ক: ৮৯ তম অ্যাকাডেমি পুরস্কারে এবার কোন ছবি বাজিমাত করবে, কোন নায়ক ও নায়িকার হাতে উঠবহে অস্কার ৷ তা জানা যাবে ২৬ ফেব্রুয়ারি ৷ তার আগে দেখে নিন অস্কার লড়াইয়ে রয়েছে কোন কোন ছবি!
সেরা ছবি
লা লা ল্যান্ড
advertisement
মুনলাইট
ম্যাঞ্চেস্টার বাই দ্য সি
অ্যারাইভাল
লায়ন
হক’শ রিজ
হিডেন ফিগার
ফেনসেস
হেল অর হাই ওয়াটার
সেরা পরিচালক
ডেনিস ভিলেনিউভা, অ্যারাইভাল
মেল গিভসন, হক’শ রিজ
ড্যামিয়েন চাজেল্লে, লা লা ল্যান্ড
কেনেথ লোনেরগান, ম্যাঞ্চেস্টার বাই দ্য সি
বেরি জেনকিনস, মুনলাইট
সেরা অভিনেত্রী
এমা স্টোন, লা লা ল্যান্ড
advertisement
নাতেলিয়া পোর্টম্যান, জ্যাকি
অ্যামি অ্যাডমস, অ্যারাইভাল
মেরিল স্ট্রিপ, ফ্লোরেন্স ফস্টার জেনকিনস৷
ইজাবেলে হাপারট, এলে
সেরা সহ অভিনেতা
জেফ ব্রিজেস, হেল অর হাই ওয়াটার
মহেরশালা আলি, মুনলাইট
দেব পটেল, লায়ন
মাইকেল শ্যানন, নকটারনাল অ্যানিমেলস
সেরা অভিনেতা
ক্যাসে অ্যাফলেক, ম্যাঞ্চেস্টার বাই দ্য সি
ডেনজেল ওয়াশিংটন, ফেনসেস
রায়ান গসলিং, লা লা ল্যান্ড
ভিগো মর্টেনসেন, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক
advertisement
অ্যান্ড্রু গারফিল্ড, হক’শ রিজ
টম হ্যাঙ্কস, সাল্লি
সেরা সিনেম্যাটোগ্রাফি
অ্যারাইভাল
লা লা ল্যান্ড
লায়ন
মুনলাইট
সেরা বিদেশি ছবি
ল্যান্ড অফ মাইন
আ ম্যান কলড ওভ
দ্য সেলসম্যান
তন্না
টোনি ইরডম্যান
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
অস্কার ২০১৭: দেখে নিন এবারের অস্কারের লড়াইয়ে কোন কোন ছবি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement