Pak Video Leaked: একেবারে ক্যামেরার সামনে...ফাঁস পাক সেনার দু’মুখো কাজ! অপারেশন সিঁদুরে নিকেশ জঙ্গিদের শেষকৃত্যে লস্কর কম্যান্ডারের পাশেই
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, রৌফকে ২০০৩ সালে লস্কর-ই-তৈবার পাবলিক সার্ভিসের পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছিল, পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীর একজন মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি। লস্কর-ই-তৈবার এজেন্ডাকে এগিয়ে নেওয়ার জন্য তিনি ফালাহ-ই ইনসানিয়াত ফাউন্ডেশন (এফআইএফ)-এর ব্যানারে প্রচারণামূলক প্রচারকে রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই রৌফ।
পাকিস্তান: এবার আরও একটি ভিডিয়োয় ফাঁস পাকিস্তানের দু’মুখো আচরণ৷ সোশ্যাল মিডিয়ায় সামনে আসা একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, লস্কর-এ-তৈবার কম্যান্ডার হাফিজ আব্দুল রৌফ নিহত জঙ্গিদের শেষকৃত্যের আগে প্রার্থনা করছেন৷ প্রসঙ্গত, এই আব্দুল রৌফকে আন্তর্জাতিক ভাবে জঙ্গি তকমা দিয়েছে আমেরিকা৷ গত মঙ্গলবার রাতে পাকিস্তানের পঞ্জাব প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জায়গায় ভারতীয় ভূখণ্ড থেকে হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত৷ পহেলগাঁওয়ের এই প্রতিশোধ হামলায় জৈশ-এ-মহম্মদ, লস্কর-এ-তৈবা এবং হিজব-উল-মুজাহিদিনের মোট ৮০-১০০ জঙ্গি নিকেশ করেছে ভারত৷
ভিডিয়োয় দেখা যাচ্ছে, পাকিস্তানি আর্মির পোশাক পরিহিত লোকের প্রহরাতেই এই শেষকৃত্য হচ্ছে৷ বিশেষজ্ঞেরা বলছেন, এর মাধ্যমেই বোঝা যাচ্ছে পাকিস্তানি জঙ্গিদের কী ভাবে সাপোর্ট করে সে দেশের প্রশাসন৷
২০১০ সালে রৌফকে গ্লোবাল টেররিস্ট হিসাবে ঘোষণা করে আমেরিকা৷ পাকিস্তানে খুল্লমখুল্লা ঘুরে বেড়ায় এই রৌফ, লস্করের প্রথমসারির নেতা৷ লস্করের হয়ে মূখ্য জনসংযোগকারীর ভূমিকায় দেখা যায় এই রৌফকে৷ ২০০৮ সালে লস্কর প্রধান হাফিজ মহম্মদ সঈদের নির্দেশে পাকিস্তানের বাজাউর থেকে বিদেশে যেতে দেখা গিয়েছিল একে৷
advertisement
advertisement
বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, রৌফকে ২০০৩ সালে লস্কর-ই-তৈবার পাবলিক সার্ভিসের পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছিল, পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীর একজন মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি। লস্কর-ই-তৈবার এজেন্ডাকে এগিয়ে নেওয়ার জন্য তিনি ফালাহ-ই ইনসানিয়াত ফাউন্ডেশন (এফআইএফ)-এর ব্যানারে প্রচারণামূলক প্রচারকে রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই রৌফ।
advertisement
🔴 #BREAKING Hafiz Abdul Rauf, a US-designated global terrorist and a Lashkar e Taiba commander, leads funeral prayers for those killed in India’s strikes pic.twitter.com/YG6W9vuSWp
— Taha Siddiqui (@TahaSSiddiqui) May 7, 2025
আরও পড়ুন: অপারেশন সিঁদুর কে কন্ট্রোল করল জানেন? মোদির বড় ভরসা, ‘এঁর’ হাত ধরেই পাকিস্তানে চলল হামলা
advertisement
ভারতের মাটিতে সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার জন্য পাকিস্তান যে জঙ্গিদের সাপোর্ট করে এই ভিডিওগুলি তারই প্রমাণ৷ ক’দিন আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা আসিফের একটি স্বীকারোক্তিতেই যে কথা সামনে এসেছিল৷ তিনি সম্প্রতি স্বীকার করেছিলেন, যে পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে সাপোর্ট করে আসছে৷ অর্থ যোগাচ্ছে তো বটেই৷ করে আসছে, এটিকে বিদেশী শক্তির জন্য করা তাদের “নোংরা কাজ” হিসাবে বর্ণনা করেছেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
May 08, 2025 12:39 PM IST