অনলাইন গিফট বাক্সে কুকুর, বিড়াল বিক্রি ! নিশানায় চিন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
চিনে শতাধিক কুকুর-বিড়াল উদ্ধার করেছে চেংদুভিত্তিক প্রাণী উদ্ধার সংস্থা। সংস্থাটি জানায়, অনলাইনে কেনাবেচার পর গিফট বক্সে ছিল কুকুর-বিড়ালগুলো
চিন অদ্ভুত দেশ! ইউলিন নামক শহরে কুকুরের মাংস বিক্রির কথা নতুন কিছু নয়। কিন্তু এবার এমন একটা কাণ্ড ঘটিয়েছে ড্রাগন, যে কারণে আবার শিরোনামে জিনপিংয়ের দেশ। অনলাইন উপহার হিসেবে কুকুর, বিড়ালের ব্যবসা করছে কিছু চিনা সংস্থা। চিনে শতাধিক কুকুর-বিড়াল উদ্ধার করেছে চেংদুভিত্তিক প্রাণী উদ্ধার সংস্থা। সংস্থাটি জানায়, অনলাইনে কেনাবেচার পর গিফট বক্সে ছিল কুকুর-বিড়ালগুলো। আরো উদ্বেগের বিষয় হল, অনলাইনে যাঁরা কালো গিফট বক্স কিনেছেন, তাঁরা জানেন না আসলে তার মধ্যে কী আছে।
advertisement
সেসব ক্রেতাদের কাছে পাঠানোর জন্যই কুকুর-বিড়াল রেখে গিফট বক্স সাজানো হয়েছিল।গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, প্রাণী অধিকারকর্মীরা গত সোমবার ওই কুকুর-বিড়ালগুলো উদ্ধার করেছেন। চিনের ডেলিভারি সংস্থা জেডটিও এক্সপ্রেস কার্যালয় থেকে তারা ওই কুকুর-বিড়ালগুলো উদ্ধার করেন। জানা গেছে, ক্রেতাদের কাছে ডেলিভারির জন্য প্রস্তুত করে রাখা ১৬০টি বক্স খুললে একের পর এক কুকুর-বিড়াল বেরিয়ে আসে। সেগুলোর কোনোটিতে কুকুর ছিল আবার কোনোটিতে ছিল বিড়াল। সেসব কুকুর-বিড়ালদের মধ্যে অনেকগুলো একেবারে খারাপ অবস্থায় রয়েছে।
advertisement
advertisement
উদ্ধারকারী সংস্থা চেংদু লাভ হোম এনিম্যাল রেসকিউ সেন্টার জানিয়েছে, প্রাণীদের কষ্ট মানতে আমাদের কষ্ট হয়। কোনো গাড়িতে কুকুর-বিড়াল রেখে তাতে বাতাস প্রবেশের সুযোগ না রাখলে প্রাণীগুলো মারা যাবে। আর সেখানে ছোট্ট গিফট বক্সে কুকুর-বিড়াল রাখা ছিল। যে কারণে কয়েকটি কুকুর-বিড়াল মারা গেছে। জেডটিও এক্সপ্রেস কার্যালয়ের বাইরে সেগুলোর দেহ পড়ে আছে।
advertisement
উদ্ধার করা কুকুর-বিড়ালের মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চারটি মারা গেছে। অন্যদের যথাযথ চিকিৎসা দরকার বলে জানিয়েছেন প্রাণীপ্রেমীরা। চিনের এই অমানবিক ব্যবসায় বেজায় চটেছে পশুপ্রেমীরা। তবে কেউ কেউ বলছেন যে দেশে মানুষের জীবনের মূল্য নেই, সেই দেশে জন্তু-জানোয়ারের অবস্থা এর থেকে কী উন্নত হবে? নিয়মের পরোয়া কখনই করে না ড্রাগন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2021 10:30 PM IST