Weird Marriage: এক দিনের বিয়ে, পাত্রী পাওয়া যায় ৪৫ হাজার টাকায়, কোথায় আছে এই অদ্ভুত নিয়ম
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Weird Marriage: কিন্তু শুনেছেন কি, কোথাও আবার বিয়ে সিনেমার মতো কয়েকঘণ্টা স্থায়ী হয়।
নয়াদিল্লি: পৃথিবীতে বিভিন্ন ধরণের সংস্কৃতি রয়েছে। সর্বত্র বসবাস এবং বিবাহ সংক্রান্ত মানুষের নিজস্ব রীতিনীতি রয়েছে। কোথাও বিয়ে তাড়াতাড়ি হয়ে যায় আবার কোথাও বয়েস অনেক পেরিয়ে গেলে হয়। কোথাও মেয়েদের যৌতুক দেওয়া বাধ্যতামূলক রীতি আবার কোথাও ছেলেদের যৌতুক দিতে হয়। কিন্তু শুনেছেন কি, কোথাও আবার বিয়ে সিনেমার মতো কয়েকঘণ্টা স্থায়ী হয়।
প্রতিবেশী দেশ চিনের কথা বলছি, যেখানে কিছু এলাকায় পুরুষদের বিয়ে হয় মাত্র ২৪ ঘন্টার জন্য। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, চিনে যাঁরা অনেকটা দরিদ্র, তাঁরা বিয়ের সময় মেয়েকে উপহার ও টাকা দিতে পারে না, তাঁরা বিয়ে করেন না। এমতাবস্থায় তাঁরা একটি বিশেষ ধরণের বিয়ে করেন, যার মাধ্যমে তাঁদের শুধুমাত্র বিবাহিত বলা হয়, ওই টুকুই৷
advertisement
আরও পড়ুন: নয়া ভারত! বিরোধীদের INDIA-র পরেই মোদির মুখে NDA-র নামের নতুন ব্যাখ্যা, কী বললেন?
ফিনিক্স উইকলি ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, চিনের হুবেই প্রদেশে বিশেষ করে গ্রামাঞ্চলে একদিনের বিয়ের প্রবণতা বাড়ছে। এখানে যে ছেলেরা গরীব এবং বিয়ে করতে পারে না, তাঁরা মৃত্যুর আগে নামের জন্য বিয়ে করে। গত ৬ বছরে এই প্রবণতা বেড়েছে।
advertisement
advertisement
একজন ব্যক্তি যিনি এই ধরনের বিবাহ পরিচালনা করেন তিনি বলেছেন, তাঁর অনেক পেশাদার পাত্রী আছে যারা ৪০ হাজার ইউয়ানে বিয়ে করেন৷ যেখানে তিনি এটি থেকে এক হাজার ইউয়ান পান। এই মেয়েরা যারা বেশিরভাগই বাইরে থেকে আসে এবং যাদের অর্থের প্রয়োজন হয়।
প্রকৃতপক্ষে, হুবেইয়ের গ্রামীণ এলাকায়, এটি বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তির মৃত্যুর পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে, যদি তিনি বিবাহিত হন। এমন পরিস্থিতিতে, বিয়ে করার পর, দরিদ্র লোকেরা কনেকে তাঁদের পৈতৃক কবরস্থানে নিয়ে যান এবং পূর্বপুরুষদের জানান যে তাঁদের বিয়ে হয়ে গিয়েছে। এরপর কবরস্থানে তাঁদের স্থান নিশ্চিত করা হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2023 12:08 PM IST