থাইল্যান্ডের রাজার গার্লফ্রেন্ডের দেড় হাজার নগ্ন ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়!

Last Updated:

এর আগেও রাজার তিনটি বিয়ে ছিল । তিন স্ত্রী’কেই ডিভোর্স দিয়েছেন তিনি । আগের পক্ষের তরফে ৭ সন্তান রয়েছে রাজার । বর্তমানে তিনি থাকেন তাঁর গার্লফ্রেন্ডের সঙ্গেই ।

#থাইল্যান্ড: প্রায় দেড় হাজার ছবি ভাইরাল হয়ে গেল থাইল্যান্ডের রাজা মহা ভজিরালঙ্গকর্নের গার্লফ্রেন্ড সিনেনাত ওয়ঙ্গভাজিরাপাকডির । তার মধ্যে অন্তত শতাধিক ছবিতে তিনি নগ্ন বা অর্ধনগ্ন । কিছু ছবিতে নাইটস্যুটে রয়েছেন সিনেনাত ওরফে কোই । রাজ পরিবারের এক সদস্যের এমন আপত্তিকর ছবি সামনে আসতেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজবাড়ির অন্দরমহলে ।
অনেকরই ধারণা রাজ পরিবারের অন্দরের লড়াই এবং বিদ্বেষের ফলাফল এই ঘটনা । রাজার প্রাক্তন কোনও স্ত্রী যোগসাজগ করে সিনেনাতের বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করেছেন । গত বছর রাজা তাঁর ব্যক্তিগত বডিগার্ড কোই-কে রয়্যাল মিস্ট্রেস-এর সম্মানে ভূষিত করেছিলেন । এর আগেও রাজার তিনটি বিয়ে ছিল । তিন স্ত্রী’কেই ডিভোর্স দিয়েছেন তিনি । আগের পক্ষের তরফে ৭ সন্তান রয়েছে রাজার । বর্তমানে তিনি থাকেন সিনেনাতের সঙ্গে ।
advertisement
সিনেনাত পেশায় একজন বিমান চালক । রাজার দেহরক্ষীর কাজ করতেন তিনি । সম্প্রতি রাজার বডিগার্ডদের মধ্যে মেজর জেনারেল নিযুক্ত হয়েছিলেন তিনি । ফলে পেশাগত প্রতিদ্বন্দ্বিতা থেকেও এমন কাজ কেউ করতে পারে বলে মনে করা হচ্ছে ।
advertisement
তবে একটি ব্রিটিশ জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী, আপত্তিকর ওই ছবিগুলি সম্ভবত সিনেনাত নিজেই তুলেছিলেন । তাঁর মোবাইল থেকেই ছবিগুলি তোলা হয়েছিল বলে মনে করা হচ্ছে । ওই ছবিগুলি তুলে রাজা’কে পাঠিয়েছিলেন তিনি । তাঁর ফোন হ্যাক করে সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয় ।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
থাইল্যান্ডের রাজার গার্লফ্রেন্ডের দেড় হাজার নগ্ন ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement