হায় কপাল! নিউজিল্যান্ডে অনলাইনে বিকোচ্ছে ‘খাটিয়া’ দাম মাত্র ৪১ হাজার, দেখেছেন কি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কালে কালে আর কত কী হবে , কেউ কি বলতে পারে, নইলে দরিদ্রদের ‘খাটিয়া’ এখন বিকোচ্ছে শত শত ডলার৷
#কলকাতা: বিভিন্ন জায়গায় এখন অনলাইন শপিংয়ের খুবই রমরমা৷ সকলের থেকে একটু আলাদা হবে তাঁর কেনা জিনিস এই নিয়ে দিনরাত সার্চ চলছেই৷ তবে একেবারে অন্যরকমের জিনিস দেওয়া হচ্ছে বলে নিউজিল্যান্ডের অনলাইন জিনিস কেনাবেচার মাধ্যম যা করল তা একেবারে সব সীমা পার করে দিল৷
ট্রেন্ডের নামে, ভিনটেজ প্রডাক্টস (vintage products) নামের আসবাবের দোকান অ্যানাবেলা (Annabelle) ভারতের খাটিয়া বিক্রি করছে৷ এই প্রডাক্টের নাম তারা দিয়েছে ভিনটেজ ইন্ডিয়ান ডে বেড (Vintage Indian Daybed)৷ এই চারপাইটা বা খাটিয়া -র ডলারে মূল্য ধার্য করা হয়েছে ৮০০ নিউজিল্যান্ড ডলার৷ যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪১,২১১.৮৫ টাকা৷
advertisement
এগুলিকে অরিজিনাল এবং নিজের মধ্যে একেবারে অনন্য এই ক্যাটগরিতে ফেলা হয়েছে৷ দিয়ে ভারতে একটি খাটিয়ার যা দাম তার তুলনায় দশগুণ দামে বিক্রি করা হচ্ছে৷
advertisement
ভারতের যে কোনও স্থানীয় মার্কেটে কিনতে গেলে যার জন্য বড়জোড় ১০০০ টাকা খরচ করতে হবে৷
খাটিয়া কি যাঁরা জানেন না, তাঁদের জন্য এটা একধরণের খাট যা কাঠের ফ্রেমের মধ্যে বুনন দিয়ে বানানো একটি শোওয়ার জায়গা৷ এখন শহরে ব্রাত্য হলেও গ্রামে ব্যাপকভাবে এর প্রচলন রয়েছে৷
Charpai, Charpaya, or Manji is a traditional woven bed commonly used in the Indian subcontinent. It is also known as Khaat or Khatia. Charpai is well known due to its natural qualities mostly it is used in warm areas; its net is made out of cotton and natural fibres. pic.twitter.com/nVWHWyd3qM
— Zeeshan Yaseen Junejo (@ZeeYaseenJunejo) August 25, 2021
advertisement
এই কোম্পানি আসলে ভারতের সঙ্গেই যুক্ত৷ এরা বিভিন্ন ধরণের ভিনটেজ আসবাবপত্র বিক্রি করে৷ তারমধ্যে রয়েছে কাপবোর্ড, শেলফ, আলমারি৷ ভারতের পুরনো এই জিনিসগুলি অত্যধিক দামে বিক্রি করছে তারা৷
নিজেদের সাইটে FAQ বিভাগে তাঁরা লিখে রেখেছেন, ভারত, চিন , ইন্দোনেশিয়ার সফর থেকে পাওয়া প্রতিটা জিনিসই হাতে তৈরি৷ এগুলি এতটাই পুরনো ও আলাদা ফলে এর সঠিক রঙ ও ফিনিশ বোঝাটা মানুষের জন্য চ্যালেঞ্জ৷
advertisement
এরা এখানে ভারত থেকে আনা জিনিস আলাদা ক্যাটাগরিতে বিক্রি করেন৷ সেটা তাদের সোশ্যাল মিডিয়া সাইটের বিবরণে আলাদা করে লেখা থাকে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2021 4:24 PM IST