হায় কপাল! নিউজিল্যান্ডে অনলাইনে বিকোচ্ছে ‘খাটিয়া’ দাম মাত্র ৪১ হাজার, দেখেছেন কি

Last Updated:

কালে কালে আর কত কী হবে , কেউ কি বলতে পারে, নইলে দরিদ্রদের ‘খাটিয়া’ এখন বিকোচ্ছে শত শত ডলার৷

#কলকাতা: বিভিন্ন জায়গায় এখন অনলাইন শপিংয়ের খুবই রমরমা৷ সকলের থেকে একটু আলাদা হবে তাঁর কেনা জিনিস এই নিয়ে দিনরাত সার্চ চলছেই৷ তবে একেবারে অন্যরকমের জিনিস দেওয়া হচ্ছে বলে নিউজিল্যান্ডের অনলাইন জিনিস কেনাবেচার মাধ্যম যা করল তা একেবারে সব সীমা পার করে দিল৷
ট্রেন্ডের নামে, ভিনটেজ প্রডাক্টস (vintage products) নামের আসবাবের দোকান অ্যানাবেলা (Annabelle) ভারতের খাটিয়া বিক্রি করছে৷ এই প্রডাক্টের নাম তারা দিয়েছে ভিনটেজ ইন্ডিয়ান ডে বেড (Vintage Indian Daybed)৷ এই চারপাইটা বা খাটিয়া -র ডলারে মূল্য ধার্য করা হয়েছে ৮০০ নিউজিল্যান্ড ডলার৷ যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪১,২১১.৮৫ টাকা৷
advertisement
এগুলিকে অরিজিনাল এবং নিজের মধ্যে একেবারে অনন্য এই ক্যাটগরিতে ফেলা হয়েছে৷ দিয়ে ভারতে একটি খাটিয়ার যা দাম তার তুলনায় দশগুণ দামে বিক্রি করা হচ্ছে৷
advertisement
ভারতের যে কোনও  স্থানীয় মার্কেটে কিনতে গেলে যার জন্য বড়জোড় ১০০০ টাকা খরচ করতে হবে৷
খাটিয়া কি যাঁরা জানেন না, তাঁদের জন্য এটা একধরণের খাট যা কাঠের ফ্রেমের মধ্যে বুনন দিয়ে বানানো একটি শোওয়ার জায়গা৷ এখন শহরে ব্রাত্য হলেও গ্রামে ব্যাপকভাবে এর প্রচলন রয়েছে৷
advertisement
এই কোম্পানি আসলে ভারতের সঙ্গেই যুক্ত৷ এরা বিভিন্ন ধরণের ভিনটেজ আসবাবপত্র বিক্রি করে৷ তারমধ্যে রয়েছে কাপবোর্ড, শেলফ, আলমারি৷ ভারতের পুরনো এই জিনিসগুলি অত্যধিক দামে বিক্রি করছে তারা৷
নিজেদের সাইটে FAQ বিভাগে তাঁরা লিখে রেখেছেন, ভারত, চিন , ইন্দোনেশিয়ার সফর থেকে পাওয়া প্রতিটা জিনিসই হাতে তৈরি৷ এগুলি এতটাই পুরনো ও আলাদা ফলে এর সঠিক রঙ ও ফিনিশ বোঝাটা মানুষের জন্য চ্যালেঞ্জ৷
advertisement
এরা এখানে ভারত থেকে আনা জিনিস আলাদা ক্যাটাগরিতে বিক্রি করেন৷ সেটা তাদের সোশ্যাল মিডিয়া সাইটের বিবরণে আলাদা করে লেখা থাকে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
হায় কপাল! নিউজিল্যান্ডে অনলাইনে বিকোচ্ছে ‘খাটিয়া’ দাম মাত্র ৪১ হাজার, দেখেছেন কি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement