New York Times Square Ram Mandir: অযোধ্যার ঢেউ আমেরিকায়, টাইমস স্কোয়্যারে রাম-বন্দনা! বিদেশ বলে মনেই হবে না! দেখুন ছবি...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
New York Times Square Ram Mandir: দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রাম মন্দির উদযাপন। রামলালার প্রাণপ্রতিষ্ঠার আমেজ দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে মার্কিন মুলুকেও।
নিউ ইয়র্ক: দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রাম মন্দির উদযাপন। রামলালার প্রাণপ্রতিষ্ঠার আমেজ দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে মার্কিন মুলুকেও। অযোধ্যার রাম মন্দিরে রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠার আগে প্রবাসী ভারতীয়রা নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে উদযাপন করেছেন।
আমেরিকার প্রায় ৩০০টি জায়গায় অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান লাইভ দেখানো হয়। এমনকী নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারেও দেখানো হয় সেই অনুষ্ঠান। লাইভ টেলিকাস্ট দেখানোর জন্য একাধিক জায়গায় বসানো হয়েছিল জায়েন্ট স্ত্রিন। হিন্দু মন্দিরগুলিতে এক সপ্তাহ ধরে চলবে নানা অনুষ্ঠান। বহু মানুষ টাইমস স্কোয়্যারে এদিন এই অনুষ্ঠানে যোগ দেন।

advertisement
advertisement



আরও পড়ুন: ভিত্তিপ্রস্তর থেকে প্রাণপ্রতিষ্ঠা, অযোধ্যায় পোশাক-ট্র্যাডিশন বজায় রাখলেন নরেন্দ্র মোদি! পাল্টাল কেবল রং
মন্দির উদ্বোধন এবং রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে। তিনিই ছিলেন অনুষ্ঠানের ‘প্রধান যজমান’। তাঁর সঙ্গে গর্ভগৃহে ছিলেন মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ এবং অন্যান্যরা। মন্দির চত্বরে ১১ দিনের উপবাস ভঙ্গ করেন প্রধানমন্ত্রী।
advertisement
অন্যদিকে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, মরিসাসেও দেখানো হয়েছে রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা। মরিসাসে মোট জনসংখ্যা ৪৮ শতাংশ হিন্দু। সেকারণে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উৎসবে সামিল হওয়ার জন্য হিন্দু সরকারি কর্মীদের ২ ঘণ্টার বিরতি দেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2024 2:16 PM IST