Amitabh Bachchan Abhishek Bachchan in Ram Mandir: রাম মন্দিরে মঙ্গলধ্বনি শুনতে বিভোর অমিতাভ-অভিষেক, দেখা নেই ঐশ্বর্যর

Last Updated:

Amitabh Bachchan Abhishek Bachchan in Ram Mandir: একেবারে সামনের সারিতে সোফা পাতা। সেখানেই বসেই মন্দিরের রূপ দেখছেন অমিতাভ-অভিষেক। মন্দির প্রাঙ্গনের মঙ্গলধ্বনি শুনছেন বিভোর হয়ে।

অমিতাভ অভিষেক রাম মন্দিরে
অমিতাভ অভিষেক রাম মন্দিরে
অযোধ্যা: মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকলে অযোধ্যার রাম মন্দিরে উপস্থিত বলিউড তারকা অমিতাভ বচ্চন। সঙ্গে রয়েছেন তাঁর অভিনেতা পুত্র অভিষেক বচ্চন। একে একে বিভিন্ন ক্ষেত্রের তারকারা পৌঁছে গিয়েছেন মন্দির চত্বরে। একেবারে সামনের সারিতে সোফা পাতা। সেখানেই বসেই মন্দিরের রূপ দেখছেন অমিতাভ-অভিষেক। মন্দির প্রাঙ্গনের মঙ্গলধ্বনি শুনছেন বিভোর হয়ে।
ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে উদগ্রীব বলিউডের তারকারাও। সেই তালিকায় যেমন রয়েছেন কঙ্গনা রানাওয়াত, অনুপম খেরের মতো তারকারা, তেমন রয়েছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফও। ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে রাম মন্দিরের হাজির হয়েছেন বিগ বি। ছেলে সঙ্গে থাকলেও দেখা যায়নি বিগ বির বৌমা, তথা অভিষেকের স্ত্রী ও অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনকে।
advertisement
আরও পড়ুন: মহাকাশের শূন্য থেকে কেমন দেখতে অযোধ্যার রাম মন্দির? ISRO-র ছবি দেখলে গায়ে কাঁটা দেবে!
মূল প্রবেশপথ দিয়েই ঢুকতে হচ্ছে অতিথিদের। সেখানে দফায় দফায় নিরাপত্তাকর্মীদের পরীক্ষার পরে জায়গা হচ্ছে বসার। কে কোন আসনে বসবেন, তার পুরোটাই ‘কিউআর কোড’ অনুসারে ঠিক করা হয়েছে। তবে ভিআইপিদের ঢোকার জন্য আলাদা ৮ নম্বর গেট রয়েছে। ভিভিআইপিদের ঢোকার জন্য রয়েছে ৮এ গেট।
advertisement
advertisement
রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে নতুন রূপে সেজে উঠেছে অযোধ্যা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাম মন্দিরের উদ্বোধনের আগে নিরপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। দেশ এবং বিদেশের ভিভিআইপিদের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নিরাপত্তা সুনিশ্চিত করেছে উত্তর প্রদেশের পুলিশ। মোতায়েন করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীও।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Amitabh Bachchan Abhishek Bachchan in Ram Mandir: রাম মন্দিরে মঙ্গলধ্বনি শুনতে বিভোর অমিতাভ-অভিষেক, দেখা নেই ঐশ্বর্যর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement