আমেরিকাকে হুমকি দিলে তার ফল ভাল হবে না, ইরানের রাষ্ট্রপতিকে সতর্ক করলেন ট্রাম্প

সংবাদ শিরোনামে থাকা আমেরিকান প্রেসিডেন্টের বিভ্রান্তিকর বেশ কিছু দাবির নমুনা মেলে তাঁর ট্যুইটেই ৷ কখনও তিনি ট্যুইটে নাসাকে ধমকে বলেছেন, চাঁদ মঙ্গলেরই অংশ ৷ কখনও বলেছেন কিডনির একটি বিশেষ জায়গা রয়েছে হার্টে ৷ সবমিলিয়ে পরিসংখ্যান বলছে দুবছরে ট্রাম্প মোট ৮,১৫৮ বার সবাইকে মিথ্যে বলে বিভ্রান্ত করেছেন ৷ Image Courtesy: Reuters

সংবাদ শিরোনামে থাকা আমেরিকান প্রেসিডেন্টের বিভ্রান্তিকর বেশ কিছু দাবির নমুনা মেলে তাঁর ট্যুইটেই ৷ কখনও তিনি ট্যুইটে নাসাকে ধমকে বলেছেন, চাঁদ মঙ্গলেরই অংশ ৷ কখনও বলেছেন কিডনির একটি বিশেষ জায়গা রয়েছে হার্টে ৷ সবমিলিয়ে পরিসংখ্যান বলছে দুবছরে ট্রাম্প মোট ৮,১৫৮ বার সবাইকে মিথ্যে বলে বিভ্রান্ত করেছেন ৷ Image Courtesy: Reuters

আমেরিকাকে হুমকি দিলে তার ফল ভাল হবে না, ইরানের রাষ্ট্রপতিকে সতর্ক করলেন ট্রাম্প।

  • Last Updated :
  • Share this:

    #ওয়াশিংটন: এবার ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানিকে হুঁশিয়ারি  দিলেন মার্কিন-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । একটি টুইটে ট্রাম্প লিখেছেন আর কোনওদিন যদি মার্কিন-যুক্তরাষ্ট্রকে হুমকি দেন রুহানি, তার ফল খুব খারাপ হবে ও তার পরিণতি এতটাই ভয়াবহ হবে যা আগে কখনো হয়নি । তিনি আরও লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র আর তাঁর বিকৃত আচরণ ও হিংসামূলক কথাবার্তা বরদাস্ত করবে না ও সেইজন্য রুহানির আরও বেশি সাবধান হওয়া দরকার ।

    গতকালই তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের বৈদেশিক নীতির সমালোচনা করে রুহানি বলেছিলেন আমেরিকা-ইরানের মধ্যে শান্তি বজায় থাকলে সেই শান্তি কেউ বিঘ্নিত করতে পারবেনা, কিন্তু আমেরিকার সাথে ইরানের যুদ্ধ হলে তা সব যুদ্ধকে ছাপিয়ে যাবে । ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প, তাকে উপহাস করেও রুহানি বলেছেন উপসাগরে তেল রপ্তানিতে ইরান অপ্রতিদ্বন্দ্বী ।

    প্রসঙ্গত, ইরানের পরমাণু চুক্তি থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন । ইরানের থেকে তেল না কেনার জন্য নভেম্বর মাসেই অন্যান্য দেশগুলির কাছে আর্জি জানিয়েছিলেন ট্রাম্প । কিন্তু যেসমস্ত দেশগুলি ইরানের তেল রপ্তানির উপরই নির্ভর করে, তাদের জন্য ছাড় দিয়েছিল ট্রাম্প প্রশাসন । সবমিলিয়ে ইরান-আমেরিকা সম্পর্ক আপাতত খুব একটা ভাল বলা যায় না ।

    First published:

    Tags: Donald Trump, Gulf oil export. Iran America relation, Hassan Rouhani, Iran nuclear deal, Oil shipping