#ওয়াশিংটন: এবার ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানিকে হুঁশিয়ারি দিলেন মার্কিন-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । একটি টুইটে ট্রাম্প লিখেছেন আর কোনওদিন যদি মার্কিন-যুক্তরাষ্ট্রকে হুমকি দেন রুহানি, তার ফল খুব খারাপ হবে ও তার পরিণতি এতটাই ভয়াবহ হবে যা আগে কখনো হয়নি । তিনি আরও লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র আর তাঁর বিকৃত আচরণ ও হিংসামূলক কথাবার্তা বরদাস্ত করবে না ও সেইজন্য রুহানির আরও বেশি সাবধান হওয়া দরকার ।
To Iranian President Rouhani: NEVER, EVER THREATEN THE UNITED STATES AGAIN OR YOU WILL SUFFER CONSEQUENCES THE LIKES OF WHICH FEW THROUGHOUT HISTORY HAVE EVER SUFFERED BEFORE. WE ARE NO LONGER A COUNTRY THAT WILL STAND FOR YOUR DEMENTED WORDS OF VIOLENCE & DEATH. BE CAUTIOUS!
— Donald J. Trump (@realDonaldTrump) July 23, 2018
গতকালই তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের বৈদেশিক নীতির সমালোচনা করে রুহানি বলেছিলেন আমেরিকা-ইরানের মধ্যে শান্তি বজায় থাকলে সেই শান্তি কেউ বিঘ্নিত করতে পারবেনা, কিন্তু আমেরিকার সাথে ইরানের যুদ্ধ হলে তা সব যুদ্ধকে ছাপিয়ে যাবে । ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প, তাকে উপহাস করেও রুহানি বলেছেন উপসাগরে তেল রপ্তানিতে ইরান অপ্রতিদ্বন্দ্বী ।
প্রসঙ্গত, ইরানের পরমাণু চুক্তি থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন । ইরানের থেকে তেল না কেনার জন্য নভেম্বর মাসেই অন্যান্য দেশগুলির কাছে আর্জি জানিয়েছিলেন ট্রাম্প । কিন্তু যেসমস্ত দেশগুলি ইরানের তেল রপ্তানির উপরই নির্ভর করে, তাদের জন্য ছাড় দিয়েছিল ট্রাম্প প্রশাসন । সবমিলিয়ে ইরান-আমেরিকা সম্পর্ক আপাতত খুব একটা ভাল বলা যায় না ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Donald Trump, Gulf oil export. Iran America relation, Hassan Rouhani, Iran nuclear deal, Oil shipping