Nepal Protest: ভয়ঙ্কর নেপাল! এবার মর্মান্তিক মৃত্যু ভারতীয় মহিলার, গুরুতর আহত স্বামী! কী ঘটল দুজনের সঙ্গে জানেন? শিউরে উঠবেন শুনে

Last Updated:

Nepal Protest: ওই মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৭ সেপ্টেম্বর স্বামী রামবীর সিং গোলার সঙ্গে কাঠমান্ডুতে গিয়েছিলেন রাজেশদেবী।

কী মর্মান্তিক মৃত্যু!
কী মর্মান্তিক মৃত্যু!
কাঠমান্ডু: জেন জেড বিক্ষোভে উত্তাল গোটা নেপাল। আন্দোলনের শুরু থেকেই ব্যাপক প্রাণহানীর ঘটনাও ঘটেছে। এবার এরই মধ্যে বিক্ষোভ-আন্দোলনের জেরে প্রাণ হারালেন এক ভারতীয় মহিলা। মৃতার নাম রাজেশ গোলা (৫৭)। তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা
advertisement
ওই মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, গতসেপ্টেম্বর স্বামী রামবীর সিং গোলার সঙ্গে কাঠমান্ডুতে গিয়েছিলেন রাজেশদেবীতাঁরা কাঠমান্ডুরই একটি হোটেলে উঠেছিলেন। দেশে ফিরে আসার আগেই বিক্ষোভ-আন্দোলনে অশান্ত হয়ে ওঠে নেপাল। বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেন বিভিন্ন সরকারি ভবনে। ভাঙচুর চালানো হয় রাজধানী কাঠমান্ডুতে। একাধিক হোটেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়
advertisement
advertisement
সেই কাঠমান্ডুরই একটি হোটেলে উঠেছিলেন উত্তরপ্রদেশের ওই দম্পতি। ওই হোটেলেও হামলা চালানো হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। উত্তরপ্রদেশের ওই দম্পতি ছিলেন হোটেলের চারতলা একটি ঘরে। প্রাণ বাঁচাতে সবাই যখন এদিক-ওদিক আশ্রয় নিচ্ছিলেন, তখন ওই দম্পতিও হোটেলের চারতলা থেকে পালানোর চেষ্টা করেন। চারতলা থেকে নামতে গিয়ে বিপত্তি হয়। মৃত্যু হয় মহিলার। গুরুতর জখম হন তাঁর স্বামী রামবীর
advertisement
দম্পতির ছেলে বিশাল জানিয়েছেন, পশুপতিনাথ মন্দির দর্শন করে ফিরে এসে গত ৯ সেপ্টেম্বর হোটেলের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন তাঁর বাবা-মা। রাতে বিক্ষোভকারীরা হোটেলে ঢোকে। আগুন ধরিয়ে দেয়। তাঁর বাবা-মা চারতলায় আটকে পড়েনউপায় না দেখে বিছানার চাদর, শাড়ি একসঙ্গে জুড়ে দড়ি বানিয়ে ব্যালকনি দিয়ে নামার চেষ্টা করছিলেন তাঁরা। দোতলা পর্যন্ত নামার পরই হাত ফস্কে যায় তাঁর মায়ের। আর তাতেই এই বিপত্তি।
advertisement
প্রসঙ্গত, অশান্ত নেপালে এই প্রথম কোনও ভারতীয়র মৃত্যু হল। গাজিয়াবাদের অতিরিক্ত জেলাশাসক সৌরভ ভট্ট জানিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। মহিলার দেহ দেশে ফিরিয়ে আনতে সবরকম সহযোগিতা করা হচ্ছে পরিবারকে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nepal Protest: ভয়ঙ্কর নেপাল! এবার মর্মান্তিক মৃত্যু ভারতীয় মহিলার, গুরুতর আহত স্বামী! কী ঘটল দুজনের সঙ্গে জানেন? শিউরে উঠবেন শুনে
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement