Nepal Plane Crash Video: ওড়ার সময়েই বিপত্তি ! নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনার ভিডিও ভাইরাল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
কাঠমান্ডু: নেপাল মানেই যেন বিমান দুর্ঘটনা ৷ শুক্রবার কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময়েই ভেঙে পড়ল একটি বিমান ৷ সৌর্য এয়ারলাইন্সের ওই বিমানে ১৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার মুহূর্তের ভয়াবহ দৃশ্যের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷
Sad news Plane crash in Nepal pic.twitter.com/cTL1r9bMJn
— Abdul Shah (@abdulshah918) July 24, 2024
advertisement
বিমানটি কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল। ভেঙে পড়ার পর আগুন ধরে যায় বিমানটিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে বিমানটি। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
#UPDATE | Nepal Police tweets “15 bodies have been recovered. A total of 19 employees of Saurya Airlines were onboard.” https://t.co/Ui99Np1Apa
— ANI (@ANI) July 24, 2024
advertisement
কাঠমান্ডু থেকে বিমানটি পোখরার (Pokhara) উদ্দেশে রওনা হয়েছিল বুধবার সকালে ৷ ১১টা নাগাদ টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে ৷ দুর্ঘটনাস্থলে জোরকদমে চলছে উদ্ধারকাজ ৷ বিমানটি ‘টেক অফ’-এর কিছু ক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। আগুন ধরে যায় বিমানটিতে ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় সৌর্য এয়ারলাইন্সের বিমানটি। ছুটে আসেন বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডু বিমানবন্দরের পরিষেবা। এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷
advertisement
সৌর্য এয়ারলাইন্স নেপালে ডোমেস্টিক রুটেই বিমান চলাচল করে ৷ সংস্থার কাছে মাত্র ৩টি বিমান রয়েছে ৷ প্রত্যেকটি বিমানই ৫০ আসন বিশিষ্ট Bombardier CRJ 200 এয়ারক্রাফ্ট ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2024 1:44 PM IST