‘কোনওরকমের সন্ত্রাসেই চুপ থাকবে না ভারত !’ সন্ত্রাসের তীব্র নিন্দায় আমেরিকায় ভারতীয় দূতাবাস

Last Updated:
#নিউ ইয়র্ক: সন্ত্রাসের ব্যাপারে কোনওরকম সমঝোতা নয় ৷ পুলওয়ামা হামলার পর, জঙ্গিকার্যকলাপ দমনে ভারতের দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যে দিয়ে ভারত বার বারই প্রমাণ করে চলেছে, সন্ত্রাসের ব্যাপারে কোনওরকম সমঝোতা করবে না ভারত ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও এই সমঝোতার কথা জানানো হল ৷ সম্প্রতি এক অনুষ্ঠানে মার্কিনে থাকা ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রীঙ্গলা জানালেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত লড়বে ৷ কোনও ভাবেই সমঝোতা নয় ৷ এ ব্যাপারে চুপ থাকবে না ভারত ৷’
গ্রেটার ওয়াশিংটনে মার্কিনের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এক সম্মলনে উপস্থিত হয়েছিলেন মার্কিনে থাকা ভারতের রাষ্ট্রদূত শ্রীঙ্গলা ৷ সেই অনুষ্ঠানেই তিনি জানিয়েছেন, ‘পুলওয়ামা হামলার পর কঠোর একটা জবাব দরকার ছিল জঙ্গি হামলার বিরুদ্ধে ৷ সেটারই উদাহরণ ভারতের পক্ষ থেকে উরির পর দ্বিতীয় সার্জিক্যাল ৷ মঙ্গলবার পাকিস্তানের সীমান্ত পার করে জঙ্গি ঘাঁটি নিশ্চিহ্ন করে, জঙ্গিদের খতম করে ভারত অনেকটাই জঙ্গি হামলার বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে ৷ আর ভবিষ্যতেও সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবিলা করবে ভারত ৷ চুপ থাকবে না ৷’
advertisement
অন্যদিকে, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে একঘরে করতে সক্রিয় ভারত। একযোগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করলেন রাশিয়া, চিন ও ভারতের বিদেশমন্ত্রী। তিন রাষ্ট্রের যৌথ বিবৃতিতে, জঙ্গিদের যেকোনওরকম মদতের কড়া নিন্দা করা হয়েছে। সেই সঙ্গে ভারত ও পাকিস্তানকে সংযত হতেও আবেদন জানিয়েছে রাশিয়া, চিন, আমেরিকা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
‘কোনওরকমের সন্ত্রাসেই চুপ থাকবে না ভারত !’ সন্ত্রাসের তীব্র নিন্দায় আমেরিকায় ভারতীয় দূতাবাস
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement