Narendra Modi meets Joe Biden at White House: আরও মজবুত হবে ভারত- আমেরিকার বন্ধুত্ব, মুখোমুখি সাক্ষাতে বার্তা মোদি- বাইডেনের

Last Updated:

তিন দিনের মার্কিন সফরে আজ হোয়াইট হাউসে গিয়ে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী (Narendra Modi meets Joe Biden)৷

#ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বৈঠক শেষ হল৷ বৈঠকের পর মোদি- বাইডেনের দু' জনেই ভারত- আমেরিকার (Narendra Modi meets Joe Biden at White House) মধ্যে সম্পর্ককে আরও মজবুত করার বার্তা দিয়েছেন৷ বাইডেন আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হল দু' জনের৷
তিন দিনের মার্কিন সফরে আজ হোয়াইট হাউসে গিয়ে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী৷ বৈঠকে মোদি বাইডেনকে (Narendra Modi meets Joe Biden at White House)বলেন, 'আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আমরা এই শতাব্দীর তৃতীয় দশকের শুরুতে সাক্ষাৎ করছি৷ এই দশক কোন পথে এগোবে, তা নির্ধারণের ক্ষেত্রে আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ ভারত এবং আমেরিকার মধ্যে আরও দৃঢ় বন্ধুত্বের বীজ বপন করা হয়ে গিয়েছে৷' একই সঙ্গে মোদী বলেন, ভারতীয়রা আমেরিকার অগ্রগতিতে যে ভাবে সদার্থক ভূমিকা নিচ্ছেন, তাতে তিনি আনন্দিত৷
advertisement
advertisement
জবাবে মোদিও (Narendra Modi) বলেন, '২০১৪ এবং ২০১৬ সালে আপনার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল৷ ভারত- মার্কিন সম্পর্ক নিয়ে আপনি নিজের পরিকল্পনা জানিয়েছিলেন৷ মার্কিন প্রেসিডেন্ট (Joe Biden) হিসেবে আপনি সেই ভাবনাকেই এগিয়ে নিয়ে চলেছেন৷' ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতির ক্ষেত্রে দুই দেশের বাণিজ্যিক লেনদেনও বড় ভূমিকা নেবে বলে দাবি করেন নরেন্দ্র মোদি৷
advertisement
নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের প্রারম্ভিক ভাষণে জো বাইডেনও বলেন, দুই দেশের সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে৷ মার্কিন রাষ্ট্রপতি বলেন, 'আমি আপনাকে অনেক দিন ধরে চিনি৷ আপনি যে ফের একবার হোয়াইট হাউসে এসেছেন, তাতে আমি খুবই খুশি৷ আমাদের দুই দেশের ইতিহাস সম্পর্কে আপনি অবগত৷ আমাদের সম্পর্ক বরাবরই খুব ভাল ছিল৷'
advertisement
বাইডেন যোগ করেন, 'ভারত এবং আংমেরিকার মধ্যে সম্পর্ক আরও মজবুত হবেই৷ করোনা অতিমারি নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন এবং ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আরও নিরাপদ করতে আমরা একসঙ্গে কী করতে পারি, তা একসঙ্গে স্থির করতে হবে৷'
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর জো বাইডেনের উদ্যোগে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের নিয়ে কোয়াড শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন নরেন্দ্র মোদি৷ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিডে সুগাও এই সম্মেলনেও অংশ নেবেন৷ এই সম্মলনেরও মূল উদ্দেশ্য ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে চিনের আধিপত্যে রাশ টানা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Narendra Modi meets Joe Biden at White House: আরও মজবুত হবে ভারত- আমেরিকার বন্ধুত্ব, মুখোমুখি সাক্ষাতে বার্তা মোদি- বাইডেনের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement