Narendra Modi meets Joe Biden at White House: আরও মজবুত হবে ভারত- আমেরিকার বন্ধুত্ব, মুখোমুখি সাক্ষাতে বার্তা মোদি- বাইডেনের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
তিন দিনের মার্কিন সফরে আজ হোয়াইট হাউসে গিয়ে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী (Narendra Modi meets Joe Biden)৷
#ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বৈঠক শেষ হল৷ বৈঠকের পর মোদি- বাইডেনের দু' জনেই ভারত- আমেরিকার (Narendra Modi meets Joe Biden at White House) মধ্যে সম্পর্ককে আরও মজবুত করার বার্তা দিয়েছেন৷ বাইডেন আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হল দু' জনের৷
তিন দিনের মার্কিন সফরে আজ হোয়াইট হাউসে গিয়ে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী৷ বৈঠকে মোদি বাইডেনকে (Narendra Modi meets Joe Biden at White House)বলেন, 'আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আমরা এই শতাব্দীর তৃতীয় দশকের শুরুতে সাক্ষাৎ করছি৷ এই দশক কোন পথে এগোবে, তা নির্ধারণের ক্ষেত্রে আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ ভারত এবং আমেরিকার মধ্যে আরও দৃঢ় বন্ধুত্বের বীজ বপন করা হয়ে গিয়েছে৷' একই সঙ্গে মোদী বলেন, ভারতীয়রা আমেরিকার অগ্রগতিতে যে ভাবে সদার্থক ভূমিকা নিচ্ছেন, তাতে তিনি আনন্দিত৷
advertisement
advertisement
জবাবে মোদিও (Narendra Modi) বলেন, '২০১৪ এবং ২০১৬ সালে আপনার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল৷ ভারত- মার্কিন সম্পর্ক নিয়ে আপনি নিজের পরিকল্পনা জানিয়েছিলেন৷ মার্কিন প্রেসিডেন্ট (Joe Biden) হিসেবে আপনি সেই ভাবনাকেই এগিয়ে নিয়ে চলেছেন৷' ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতির ক্ষেত্রে দুই দেশের বাণিজ্যিক লেনদেনও বড় ভূমিকা নেবে বলে দাবি করেন নরেন্দ্র মোদি৷
advertisement
নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের প্রারম্ভিক ভাষণে জো বাইডেনও বলেন, দুই দেশের সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে৷ মার্কিন রাষ্ট্রপতি বলেন, 'আমি আপনাকে অনেক দিন ধরে চিনি৷ আপনি যে ফের একবার হোয়াইট হাউসে এসেছেন, তাতে আমি খুবই খুশি৷ আমাদের দুই দেশের ইতিহাস সম্পর্কে আপনি অবগত৷ আমাদের সম্পর্ক বরাবরই খুব ভাল ছিল৷'
advertisement
বাইডেন যোগ করেন, 'ভারত এবং আংমেরিকার মধ্যে সম্পর্ক আরও মজবুত হবেই৷ করোনা অতিমারি নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন এবং ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আরও নিরাপদ করতে আমরা একসঙ্গে কী করতে পারি, তা একসঙ্গে স্থির করতে হবে৷'
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর জো বাইডেনের উদ্যোগে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের নিয়ে কোয়াড শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন নরেন্দ্র মোদি৷ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিডে সুগাও এই সম্মেলনেও অংশ নেবেন৷ এই সম্মলনেরও মূল উদ্দেশ্য ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে চিনের আধিপত্যে রাশ টানা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2021 11:03 PM IST

